ভোলায় বিএনপি নেতার বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের জমি জবর দখলের অভিযোগ

প্রথম পাতা » দৌলতখান » ভোলায় বিএনপি নেতার বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের জমি জবর দখলের অভিযোগ
রবিবার, ১৪ মে ২০১৭



 

---

আদিল হোসেন তপু, ভোলাবাণী: ভোলার দৌলতখানে ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থেকে প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারের জমি জবর দখল ও মৌখিকভাবে বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতা গোলাম কিবরিয়া বাদলের বিরুদ্ধে। প্রয়াত মুক্তিযোদ্ধা শাখাওয়াত হোসেন তালুকদারের ছেলে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সদস্য সচিব আদিল হোসেন তপু এই অভিযোগ করেন।

তপু জানান, তাদের অসহায়ত্বের সুযোগে গোলাম বিকরিয়া বাদল ৩৩ তশাংশ জমি দখল করে রেখেছে এবং অপর ৪ শতাংশ জমিতে ঘর তোলার কাজ শুরু করেছে। প্লান পাশ ছাড়াই ঘর তোলার বিষয়টি আওয়ামী লীগ নেতা দৌলতখান পৌরমেয়র জাকির হোসেনকে জানালেও তিনি কোন ব্যবস্থা নেননি। তবে বিষয়টি দৌলতখান থানায় অভিযোগ দায়েরর পর পুলিশ ঘর তোলার কাজ বন্ধ করেছে। তপু আরও অভিযোগ করেন, পুলিশ কাজ বন্ধ করে দেয়ার পর বিএনপির নেতার লোকজন তাদেরকে হুমকি দিচ্ছে।

প্রয়াত মুক্তিযোদ্ধা শাখওয়াত হোসেন তালুকদারের ছেলে আদিল হোসেন তপু ও তার চাচার মোসাদ্দেক হোসেন তালুকদার জানান, বিএনপি জামায়াত জোট সরকারের আমলে তৎকালীন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বাদল দৌলতখান পৌরসভার চর বড় লামছিধলী মৌজার সাড়ে ৩৩ শতাংশ জমি জবর দখল করেছিল। সে সময় বিভিন্ন দরবারে বিচার চেয়েও তাঁরা জমির দখল থেকে গোলাম কিবরিয়াকে উচ্ছেদ করতে পারেননি।

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গোলাম কিবরিয়া বাদল আওয়ামী লীগের ছত্রছায়ায় থাকায় বিএনপির কমিটি থেকে বাদ পড়েন। কিন্তু আওয়ামী লীগের নেতৃবৃন্দ তার আত্মীয় থাকায় তার প্রভাব আরও বেড়ে যায়।

ফলে ওই জমি আর উদ্ধার করা সম্ভব হচ্ছে না। উল্টো মুক্তিযোদ্ধা পরিবারের ৪ শতাংশ খালি জমি জনৈক হারুন অর রশিদের কাছে সম্প্রতি মৌখিকভাবে বিক্রি করে দিয়েছে। শুধু তা ই নয় সম্প্রতি গোলাম কিবরিয়া বাদল দাঁড়িয়ে থেকে ওই জমিতে হারুন অর রশিদকে ঘর তুলে দেয়ার কাজ শুরু করেছে।

এ ব্যপারে হারুন অর রশিদ সাংবাদিকদের জানান, গোলাম কিবরিয়া তার কাছ থেকে সাড়ে ৩ লাখ টাকা নিয়ে ওই জমি বিক্রি করেছেন। কিন্তু দলিল দেননি। তবে পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অভয় দেওয়ায় বাড়ি নির্মানে হাত দিয়েছেন।

অভিযোগ উঠছে দৌলতখান পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার ও দৌলতখান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ওরফে জাহাঙ্গীর মিয়া বিএনপি নেতাকে সাহায্য করছেন। বিএনপি নেতা ও আওয়ামী লীগ নেতা পরষ্পর খালাত ভাই। ফলে বারবার সালিশ বসা সত্ত্বেও জমির নিষ্পত্তি হচ্ছে না, জমিও ফিরে পাচ্ছে না মুক্তিযোদ্ধার পরিবার।

এ অবস্থায় বিএনপি নেতা গোলাম কিবরিয়া উপজেলার সুকদেব মদনমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন অর রশিদের কাছে সাড়ে ৩ লাখ টাকায় ৪ শতাংশ জমি বিক্রি করেছে। ওই শিক্ষক এখন পাকা বাড়ি নির্মাণ করছেন।

 

---

বিএনপির কমিটি থেকে বাধ পড়া বিতর্কিত নেতা গোলাম কিবরিয়া বাদল জানান, ১৯৯৭ সালে তিনি মুক্তিযোদ্ধা শাখাওয়াতের ছোট ভাই মোকাম্মেল হোসেন তালুকদারের নিকট ৮০ হাজার টাকায় ওই জমিটি মৌখিকভাবে ক্রয় করেছেন। ২০০২ সালে বাড়ি করে দখল নিয়েছেন। কোন দলিল করেন নি।

এখন তিনি আর হারুন অর রশিদের কাছে মৌখিকভাবেই ৪ শতাংশ জমি মৌখিকভাবেই বিক্রি করেছেন।

বাদল বলেন, ‘আমাদের দৌলতখানে এভাবেই জমি কেনা বেচা হয়। আমাদের দলিল লাগে না। ”

পৌরসভার মেয়র জাকির হোসেন জানান, গোলাম কিবরিয়ার জমির বৈধতা নেই। তাছাড়া পৌরসভার অনুমতি না নিয়ে পাকা ভবন নির্মাণ করা অবৈধ। তিনি জানান, অফিস বন্ধ থাকায় বাঁধা দেয়া হয়নি।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জানান, কাগজপত্র না থাকলেও গোলাম কিবরিয়া বাদল দীর্ঘ দিন ধরে ওই জমি ভোগদখল করছেন।

দৌলতখান থানার ওসি এনায়েত হোসেন জানান, তিনি লিখিত অভিযোগ পাওয়ার পর বাড়ি নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন এবং দুই পক্ষকে কাগজপত্র নিয়ে থানায় আসতে বলেছেন।

বাংলাদেশ সময়: ১৫:০৯:৫০   ৪৬২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দৌলতখান’র আরও খবর


দৌলতখানে অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই উৎপাদন করায় কারখানার জরিমানা
শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগদৌলতখানে দু’পক্ষের সংঘর্ষে নিহত-১ ॥ আহত-৬
ভোলায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করছেন যুব শক্তি ফাউন্ডেশন
দৌলতখানে বঙ্গবন্ধু ঐক্য পরিষদ উদ্বোধন করলেন এমপি মুকুল
বাংলাবাজারে নসিমন উল্টে নিহত ১, আহত ৫ শ্রমিক
সাঈদীর মৃত্যুর পোস্ট ফেসবুকেদৌলৎখানে ছাত্রলীগের ৪ নেতা বহিষ্কার
৬ বছরের শিশু যখন মামলার প্রধান আসামী!
ভোলায় সবুজ বাংলা ফাউন্ডেশনের পক্ষ থেকে মাদ্রাসা ছাত্র ও বয়স্কদের মাঝে বিনামূল্যে কুরআন বিতরণ
আবি আব্দুল্লাহ কলেজ জাতীয়করণ হওয়ায় এমপি মুকুলকে সংবর্ধনা
ভোলায় যাত্রীবাহী বাস ঘাদে,আহত ১০

আর্কাইভ