দৌলতখানে দুযোর্গ ব্যবস্থাপনা কমিটির সাথে রেড ক্রিসেন্ট ইউনিটের মতবিনিময় সভা

প্রথম পাতা » দৌলতখান » দৌলতখানে দুযোর্গ ব্যবস্থাপনা কমিটির সাথে রেড ক্রিসেন্ট ইউনিটের মতবিনিময় সভা
বুধবার, ৩ মে ২০১৭



 

---

ভোলা প্রতিনিধি ॥ দৌলতখানে দুযোর্গ ব্যবস্থাপনা কমিটির সাথে ভোলা রেড ক্রিসেন্ট ইউনিটের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রবিবার দুপুরে উপজেলা পরিষদের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় দৌলতখানে উপজেলার চেয়ারম্যান মনজুরুল আলম খান এর সভাপত্বিতে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: কামাল হোসেন। সভায় প্রধান আলোচক ছিলেন ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী ও ভোলা সদর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো: আজিজুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন-ভবানীপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম নবী নবু, চর খলিফা ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান মুকু, সৈয়দপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান জিএস ভুটু তালুকদার ।

এছাড়ারও উপস্থিত ছিলেন - ভোলা রেড ক্রিসেন্ট ইউনিট অফিসার মো: তরিকুল ইসলাম মিলন, ভিটুআর প্রকল্পের টেকনিক্যাল অফিসার মামুনুর রশীদ, সহকারী প্রকল্প কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা প্রকল্প অফিসার ইলিয়াছ শাহ, ভোলা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান আদিল হোসেন তপু তালুকদার প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন- উপকূলীয় অঞ্চলের মানুষ প্রতিনিয়ত দুযোর্গ এর সাথে যুদ্ধ করে বসবাস করছে। রেড ক্রিসেন্ট সোসাইটির ভিটুআর প্রকল্প সেই সকল ঝুকিঁর্পূন মানুষের পাশে থেকে তাদের জীবন মান উন্নয়ন ও সহয় সম্বল রক্ষায় কাজ করে যাচ্ছে। প্রকৃতির সাথে যুদ্ধ করে নি:স্ব অসহায় মানুষেদের সহায়তা ও স্বাবলম্বী করার জন্য ভিটুআর প্রকল্প মাধ্যমে তাদের স্থায়ী ভাবে সমাধান করার জন্য কাজ করছে।

ইতিমধ্যে এই প্রকল্পর মাধ্যমে দৌলতখান উপজেলার চর টগবী চর পদ্বা, বৈকান্ঠপুর পশ্চিম নেয়ামতপুর, মধ্যবেড়ী দপ্তরী বাড়ী, উত্তর চর পাতা, চর দিদারুল্লাহ কমিউনিটির ১১ শ পরিবারের মাঝে রিং স্লাব, বসত বাড়ীতে শাক সবজী জন্য নগদ অর্থ, গভীর নলকূপ, স্বাস্থ সম্মত পায়খানা সহ জেলেদের নিরাপত্তা বিষয়ক উপকরন বিতরন করা হয় বলে জানান তারা।

বাংলাদেশ সময়: ১৮:৩৬:২৫   ২৭৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দৌলতখান’র আরও খবর


দৌলতখানে অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই উৎপাদন করায় কারখানার জরিমানা
শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগদৌলতখানে দু’পক্ষের সংঘর্ষে নিহত-১ ॥ আহত-৬
ভোলায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করছেন যুব শক্তি ফাউন্ডেশন
দৌলতখানে বঙ্গবন্ধু ঐক্য পরিষদ উদ্বোধন করলেন এমপি মুকুল
বাংলাবাজারে নসিমন উল্টে নিহত ১, আহত ৫ শ্রমিক
সাঈদীর মৃত্যুর পোস্ট ফেসবুকেদৌলৎখানে ছাত্রলীগের ৪ নেতা বহিষ্কার
৬ বছরের শিশু যখন মামলার প্রধান আসামী!
ভোলায় সবুজ বাংলা ফাউন্ডেশনের পক্ষ থেকে মাদ্রাসা ছাত্র ও বয়স্কদের মাঝে বিনামূল্যে কুরআন বিতরণ
আবি আব্দুল্লাহ কলেজ জাতীয়করণ হওয়ায় এমপি মুকুলকে সংবর্ধনা
ভোলায় যাত্রীবাহী বাস ঘাদে,আহত ১০

আর্কাইভ