
খলিল উদ্দিন ফরিদ।।ভোলাবাণী।। আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। স্বাধীন বাংলাদেশ ৫৪ বছরে পা দিলো।১৯৭১ সালের এই দিনে হাজার বছরের সংগ্রামী বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা অর্জন করে।ভোলায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ভোলায় নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ মার্চ ২০২৪) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ভোলা জেলা প্রশাসনের আয়োজনে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা অবমুক্তকরণ করেন, ভোলা জেলার জেলা প্রশাসক আরিফুজ্জামান।
সরকারের বিভিন্ন বাহিনীর সম্মিলিত কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শন ও পুরস্কার বিরতণী অনুষ্ঠানে উপস্থিত থেকে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ করেন, ভোলা জেলার পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসন ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ-কর্মচারীরা, বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব ফজলুল কাদের মজনু মোল্লা ও সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব ,বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগন, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীসহ দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।

ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষে জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব ফজলুল কাদের মজনু মোল্লা ও সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব এর নেতৃত্বে শহরে র্যালী করেছে জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
এদিন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা এবং ভোলা শহরে সহজে দৃশ্যমান ভবনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাগুলোতে আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে।
ভোলার সব হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার, বৃদ্ধাশ্রম, ভবঘুরে প্রতিষ্ঠান ও শিশু দিবাযত্ন কেন্দ্রগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২:১৯:০৩ ১৫১ বার পঠিত | ভোলামহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন