চরফ্যাশনে পরকিয়ায় স্বামীর ঘর ছেড়ে বিপাকে গৃহবধু

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে পরকিয়ায় স্বামীর ঘর ছেড়ে বিপাকে গৃহবধু
মঙ্গলবার, ২৭ জুন ২০২৩



চরফ্যাশন অফিস।। ভোলাবাণী॥

চরফ্যাশনে শারমিন আক্তার নামে ১সন্তানের জননী স্বামীর ঘর ছেড়ে পরকিয়া প্রেমিকের সঙ্গে উধাও হয়েছে। বিয়ের আশ্বাসে স্বামীর ঘর ছাড়লেও পরবর্তীতে বিয়ে না করে তালবাহানা করায় বিয়ের দাবিতে পরকিয়া প্রেমিক শরিফের বাড়িতে অনশন করে শারমিন।

 

চরফ্যাশনে পরকিয়ায় স্বামীর ঘর ছেড়ে বিপাকে গৃহবধু

জানাগেছে, পরকিয়া প্রেমিক শরীফ নুরাবাদ ৯নম্বর ওয়ার্ডের সিরাজ মাঝির ছেলে। আর শারমিন চরকলমী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড দক্ষিণ নাংলাপাতা গ্রামের রাকিব মাতাব্বরের স্ত্রী। শারমিনের ঘরে তাসফিয়া আক্তার রায়শা (৪)নামে রাকিবের একটি কন্যা সন্তান রয়েছে।পরকিয়া প্রেমিকের বাড়িতে অনশন কালে শারমিন স্থানীয় সংবাদকর্মীদের জানায়, তার স্বামী চট্রগ্রামে সিএনজি চালায়। রমজানের  পর রং নম্বরে যাওয়া ফোন কলে শরীফের সঙ্গে তার পরিচয়। এর পর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। শরীফ বিয়ের আশ্বাস দিলে ১৯জুন শারমিন স্বামীর ঘর ছেড়ে  লঞ্চ যোগে  শরীফের সঙ্গে ঢাকা যায়। ঢাকা যাওয়ার এবং  পরবর্তীতে চরফ্যাশনে আসার সময় লঞ্চে তাদের দৈহিক সম্পর্ক হয়। বিয়ের আশ্বাস দেয়ায় দৈহিক সম্পর্কে আপত্তি ছিলনা শারমিনের। শারমিনের স্বীকারুক্তি মুলক এমন বক্তব্যের ভিডিও রেকর্ড  এই প্রতিনিধির কাছে সংরক্ষিত আছে। শরীফ বিয়ে না করলে শরিফের বিরুদ্ধে আইনী আশ্রয় নিবেন বলে জানান শারমিন ।

অভিযুক্ত শরীফের মোবাইল নম্বর না পাওয়ায় অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা যায়নি।

শারমিনের স্বামী রাকিব মাতাব্বর জানান, পরিবারের ভরণ পোষন যোগানোর তাগিদে তিনি চট্রগ্রামে সিএনজি চালান। তিনি বাড়ি না থাকার সুযোগে স্ত্রী শারমিন গলার চেইন, কানের ঝাপসা নগদ এক লাখ টাকা এবং কন্যা সন্তান নিয়ে পালিয়ে গেছে। একটি কন্যা সন্তান থাকায় ভবিষ্যত চিন্তা করে আইনী আশ্রয়ে না গিয়ে তিনি  বিষয়টি শারমিনের পরিবার এবং গন্যমান্যদের জানিয়ে এর সুষ্ঠ সমাধা চেয়েছেন। সমাধা না পেলে তিনি আইনী আশ্রয়ে যাবেন।

বাংলাদেশ সময়: ১১:৪৪:৪৬   ১১১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে ঈদের আগে পাকা ঘর পেলেন ভূমিহীন ৩৭০ পরিবার
চরফ্যাশনে ২০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চরফ্যাশনে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি
অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞায় দুর্দশায় জেলেরা
চরফ্যাশনে বাবার লাশ দাফনে সন্তানদের আপত্তি নির্ধারিত সময়ে জানাজা হয়নি, সমঝোতার চেষ্টা

আর্কাইভ