এম এ আশরাফ।।ভোলাবাণী।।ভোলার দৌলতখানে যৌতুক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. জাহাঙ্গীর (৪০), একাধিক মাদক মামলা ও নারী শিশু মামলার ওয়ারেন্টে ভুক্ত আসামি মো. রাকিব (২৫) গ্রেপ্তার করেছে দৌলতখান থানা পুলিশ।
বুধবার (৫ এপ্রিল) বিকালে পৃথক জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি দৌলতখান পৌরসভার ১নং ওয়ার্ডের মো. রহিমের ছেলে জাহাঙ্গীর ও একই উপজেলার ওয়ারেন্ট ভুক্ত আসামি দিদারুল্লাহ্ ৬ নং ওয়ার্ডের মৃত আ: মালেকের ছেলে রাকিব।
এএসআই শফিকুল ইসলাম জানান, যৌতুক মামলায় জাহাঙ্গীরকে ২ বছরের সশ্রম কারাদণ্ডসহ ৩০০০ টাকা জরিমানার আদেশ দেয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে পাঁচটার সময় পৌরসভা বেড়িবাঁধ থেকে তাকে আটক করা হয়।
অন্যদিকে এএসআই লিমন হোসেনের জানান, একাধিক মাদক মামলা ও নারী শিশু মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রাকিবকে সন্ধ্যায় বাজার থেকে গ্রেপ্তার করা হয়।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, দুই বছরের সাজাপ্রাপ্ত যৌতুক মামলার আসামিকে সহ মাদক ও নারী শিশু ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি ছিল। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হবে।
বাংলাদেশ সময়: ৪:৪০:৫৬ ৩৮ বার পঠিত |