শাহাবুদ্দিন হাওলাদার।।ভোলাবাণী।।চরফ্যাশন প্রতিনিধি।।
চরফ্যাশনে অগ্নিকাণ্ডে একই পরিবারের তিনটি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ ২ লক্ষ টাকাসহ প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্ত পরিবারের।
শনিবার (১১মার্চ) বিকাল ৫টার দিকে উপজেলার নীলকমল ইউনিয়ন চর যমুনা গ্রামের সাত নম্বর ওয়ার্ডের কালু মাতব্বর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এসময় কালু মাতব্বরের রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত হয়ে তার ছেলে সোহাগ ও নূরউদ্দিনের ঘরসহ তিনটি ঘর মুহূর্তের মধ্যে চোখের সামনেই পুড়ে ছাই হয়ে যায়।
দুলার হাট থানার উপ-পুলিশ পরিদর্শক(এসআই) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বাংলাদেশ সময়: ২০:২৫:৩২ ১২৮ বার পঠিত |