বিমানে বরিশাল থেকে ৪ হাজার টাকায় কক্সবাজার ভ্রমণের সুযোগ

প্রথম পাতা » বরিশাল বিভাগীয় সংবাদ » বিমানে বরিশাল থেকে ৪ হাজার টাকায় কক্সবাজার ভ্রমণের সুযোগ
শুক্রবার, ২১ এপ্রিল ২০১৭



---বরিশাল থেকে মাত্র ৪ হাজার টাকায় বিমানে কক্সবাজার ভ্রমণের সুবর্ন সুযোগ ঘোষণা দিয়েছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। ‘বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম মেলা-২০১৭ (বিটিটিএফ)’ উপলক্ষে জনপ্রতি এই সর্বনিম্ন রেটে ভ্রমণ সুবিধা দেয়া হয়েছে।
এই অফারটি চলতি বছরের ১৫ জুন পর্যন্ত বহাল থাকবে। এবং একসাথে ৪ জন ভ্রমণের জন্য প্রযোজ্য।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম মেলা শুরু হয়েছে।

মেলায় স্মাইলস গ্রাহকদের জন্য বরিশালসহ অভ্যন্তরীণ সব রুটের টিকেটের মূল্যে শতকরা ১২ ভাগ ছাড়, মাত্র দুই হাজার ৭৭৭ টাকার মাসিক কিস্তিতে ফ্লাইট ও হোটেল ভাড়াসহ কলকাতায় ভ্রমণ ও সর্বনিম্ন ১ হাজার ৯৯৯ টাকায় কক্সবাজার ভ্রমণে নভোএয়ারের আকর্ষণীয় প্যাকেজ রয়েছে।

ভ্রমণ পিপাসুদের এই সুবিধা দিতে দেশের ১৫টি শীর্ষ বেসরকারি ব্যাংক এবং কলকাতার পাঁচতারকা মানের হোটেল হিন্দুস্থান ইন্টারন্যাশনাল ও কক্সবাজারের সাতটি অভিজাত হোটেলের সাথে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। চুক্তি অনুযায়ী, ব্যাংকগুলোর গ্রাহকরা বিনাসুদে ছয় মাসের সহজ কিস্তিতে পরিশোধের মাধ্যমে নভোএয়ারের এই প্যাকেজে ভ্রমণ করতে পারবেন।

কলকাতায় যাওয়া-আসার জন্য নভোএয়ারের টিকেট, পাঁচতারকা মানের হোটেল হিন্দুস্থান ইন্টারন্যাশনালে দুই রাত তিন দিন থাকার সুবিধা এবং বিমানবন্দর থেকে হোটেলে যাওয়া-আসার সুবিধা রয়েছে এই প্যাকেজের আওতায়।

একইভাবে সর্বনিম্ন এক হাজার ৯৯৯ টাকার মাসিক কিস্তিতে কক্সবাজারে যাওয়া-আসার জন্য নভোএয়ারের টিকেট, পছন্দ অনুযায়ী হোটেলে দুই রাত তিন দিন থাকার সুবিধা এবং বিমানবন্দর থেকে হোটেলে যাওয়া-আসার সুবিধাসহ প্যাকেজে সুবিধা পাবেন ভ্রমণকারীরা।

বাংলাদেশ সময়: ২০:২১:৫৫   ৩৬৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বরিশাল বিভাগীয় সংবাদ’র আরও খবর


এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে
রেজিলিয়েন্ট হোমস্টেট এন্ড লাইভলিহুড সাপোর্ট টুদ্যা ভারনালেবল কোস্টাল পিপল অব বাংলাদেশ শীর্ষক আলোচনায়ভোলায় দুর্যোগের সম্মুখিন হওয়া মানুষদের বাদ দিয়ে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: জেলা প্রশাসক
মনপুরায় দুর্যোগ বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত ॥
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২৫
দুই মাসের নিষেধাজ্ঞার পর ভোলায় মধ্যরাত থেকে মাছ শিকারে নামবেন জেলেরা
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
এ কে ফজলুল হককে কেন ‘শেরে বাংলা’ বলা হয়?
ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার খালের উপর ব্রিজ নির্মানের দাবী মনপুরাবাসীর ॥

আর্কাইভ