বরগুনায় বাসের ধাক্কায় নৌবাহিনীর ৩ সদস্য নিহত

প্রথম পাতা » ব্রেকিংনিউজ » বরগুনায় বাসের ধাক্কায় নৌবাহিনীর ৩ সদস্য নিহত
শুক্রবার, ২১ এপ্রিল ২০১৭



 

---

বরগুনা প্রতিনিধি, ভোলাবাণী: বরগুনার আমতলীতে মোটরসাইকেল আরোহী নৌবাহিনীর তিন সদস্য বাসের ধাক্কায় নিহত হয়েছেন, যারা প্রেষণে কোস্ট গার্ডে দায়িত্ব পালন করছিলেন।

আমতলী থানার ওসি মো. শহিদ উল্লাহ জানান, কলাপাড়া সড়কের বান্দ্রা মোড়ে শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. ফুয়াদ হোসাইন (২৩), এম এ সাদেক (৩০) ও এনামুল হক (৩০)। তারা সবাই নৌবাহিনীর নাবিক।

তারা প্রেষণে পটুয়াখালী কোস্টগার্ডে দায়িত্ব পালন করছিলেন বলে আমতলী থানার এসআই আবদুল খালেক জানান।

তিনি বলেন, ওই তিনজন মোটরসাইকেলে করে কলাপাড়ার দিকে যাচ্ছিলেন। এ সময়ে বিপরীত দিক থেকে আসা পটুয়াখালীগামী একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ফুয়াদ ও সাদেকের মৃত্যু হয়।

স্থানীয়রা এনামুলকে উদ্ধার করে পাশের জেলা পটুয়াখালীর কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয় বলে জানান আমতলীর ওসি।

পটুয়াখালী কোস্টগার্ডের পেটি অফিসার মিজানুর রহমান জানান, ছুটির দিনে ফুয়াদের মোটর সাইকেলে চড়ে বেড়াতে কুয়াকাটার দিকে যাচ্ছিলেন ওই তিনজন। পথে তারা বাসচাপা পড়েন।

আমতলী থানার ওসি শহিদ জানান, দুর্ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৩৫:১০   ১৩৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ব্রেকিংনিউজ’র আরও খবর


বীজ পাইনি সার দিয়ে কি করবো ? চরফ্যাশনে কৃষকের প্রশ্ন
চরফ্যাশনে বিদ্যুৎ স্পৃস্টে শিশুর মৃত্যু
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা

আর্কাইভ