হরেক রঙ আর ঢঙের টিস্যু বক্স

প্রথম পাতা » লাইফ স্টাইল » হরেক রঙ আর ঢঙের টিস্যু বক্স
রবিবার, ২৭ নভেম্বর ২০১৬



---ভোলা বাণী স্ট্যাইল : রান্নাঘর থেকে শুরু করে পার্সব্যাগ- সবখানেই যার অবস্থান সেটি হচ্ছে টিস্যু। হাত মুছতে, মুখ মুছতে- সব জায়গাতেই এর প্রয়োজন। এই টিস্যু পেপার যত্নে রাখতে একে রাখা হয় নানা কভারে অথবা বাক্সে। কিছু টিস্যু বক্স হয়ে থাকে গোলাকার, কিছু চারকোনাকৃতির আবার কিছু ডিম্বাকার ধরনের।

এগুলো তৈরি হয় নানা উপাদান দিয়ে। তাছাড়া বর্তমানে বাজারে কাগজের টিস্যু বক্সের পাশাপাশি লেদার, কাপড়, বাঁশ, বেত, কাঠ, সিলভার, রট, আয়রন, হার্ডবোর্ড, মাছের শেল ও ঝিনুকের টিস্যু বক্স পাওয়া যায়।

বাজারে মিলবে হরেক রঙ আর ঢঙের টিস্যু বক্স। যার মধ্যে মিলবে কাঠের রঙ, কালো, মেরুন, অরেঞ্জ, চকোলেট, গোলাপি, লাল, সিলভারসহ নানা রঙের বাক্স। কিছু কিছু টিস্যু বক্সে চারিদিক দিয়ে কাপড়ে কাজ করা থাকে। আর তাতে আবার যুক্ত করা হয় পুঁতি। কিছু কিছু টিস্যু বক্স পুরোটাই হয়ে থাকে পুঁতির তৈরি। আবার কিছু কিছু টিস্যু বক্স নানা কাগজের ডিজাইনের হয়ে থাকে।

এগুলো দেখতে যেমন নান্দনিক তেমনি সবার পছন্দের তালিকাতেও এদের অবস্থান।
দরদাম
ছোট, বড়, মাঝারি বিভিন্ন আকার ও ডিজাইনভেদে লেদার বক্সের দাম পড়বে ৪০০ থেকে ৭০০ টাকা। এছাড়া কাঠের বক্স ৫০০ থেকে ৪ হাজার ৫০০, বেত ও বাঁশের তৈরি বক্স ৩৫০ থেকে ৮০০ টাকা, মাছের শেল ও ঝিনুকের বক্স দুই হাজার ৫০০ থেকে ১০ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে।

টিস্যু স্ট্যান্ড
রোল টিস্যুর জন্য ব্যবহৃত হয় স্ট্যান্ড। বাঁশ ও কাঠের তৈরি বিভিন্ন আকারের টিস্যু স্ট্যান্ড পাওয়া যাবে ১৫০ থেকে ৩০০ টাকার মধ্যে।

যেখানে পাবেন
নিউ মার্কেট, পান্থপথ, কাঁটাবন, ফ্যামিলি ওয়ার্ল্ড, বসুন্ধরা সিটি, আড়ং, আইডিয়া ক্রাফটস, গুলশানের ডিসিসি মার্কেট ও অভিজাত এলাকার শপিং মলগুলোতে পাওয়া যাবে টিস্যু বক্স, ফোল্ডার ও স্ট্যান্ড।

বাংলাদেশ সময়: ২০:৫৩:৫৭   ৫৯৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

লাইফ স্টাইল’র আরও খবর


ইফতারে থাই বিফ সালাদ
ইফতারে প্রশান্তি দেবে চিড়া-ফলের ডেজার্ট
ভালো খেজুর চেনার উপায়
বয়স চল্লিশের পর রোজ ডিম খাওয়া কি ভালো
খালিপেটে দুধ চা আর না!
উৎসবমুখর পরিবেশে ভোলায় নারী উদ্যোক্তাদের মিলনমেলা ও পন্য প্রদর্শনী অনুষ্ঠিত
ভোলার নারী উদ্যোক্তাদের মিলনমেলা ও পন্য প্রদর্শনী অনুষ্ঠিত
কিভাবে ঘরেই তৈরি করবেন চিকেন মমো
কোন ডিমের পুষ্টি বেশি বাদামী নাকি সাদা
ভোলায় সুশীলনের নির্বাহী প্রধানের জন্মদিন পালিত

আর্কাইভ