ভোলার চরফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান।

প্রথম পাতা » চরফ্যাশন » ভোলার চরফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান।
রবিবার, ২৭ মার্চ ২০২২



 

 

স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী।।   ভোলার চরফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান। এতে করে ব্যবসায়ীদের প্রায় ৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মার্কেট কতৃপক্ষ  । গভীর রাতে আনুমানিক ২.২০ মিনিটের দিকে পৌর এলাকার শরিফ পাড়ার ইয়াকুব মিয়ার মার্কেটে এ ঘটনা ঘটে।

ভোলার চরফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান।প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে ওই মার্কেটের স্টিলের আলমিরার দোকানে আগুন জ্বলজ্বল করছিলো। মুহুর্তের মধ্যে আগুনের ভয়াবহ লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানগুলোতে। খবর পেয়ে ছুটে আসেন চরফ্যাশনের ফায়ার সার্ভিস কর্মীরা। এ সময় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে লালমোহন উপজেলার ফায়ার সার্ভিস এর সহযোগিতা নেন। এরপর দুই উপজেলার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।আগুন নিয়ন্ত্রণের আগেই  ওই মার্কেটের ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এর মধ্যে রয়েছে ২টি পার্টসের দোকান ,  ৩টি স্টিলের আলমিরার দোকান, ২টি ইলেকট্রনিক্স দোকান,

১টি গ্লাসের দোকান, ১টি আয়রন ও ২টি লেপ-তোষকের দোকান।

এতে করে প্রায় ৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান।

ওই স্থানটিতে থাকা বৈদ্যুতিক খাম্বা থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা।

বাংলাদেশ সময়: ৯:২৭:০১   ৬০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে ঈদের আগে পাকা ঘর পেলেন ভূমিহীন ৩৭০ পরিবার
চরফ্যাশনে ২০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চরফ্যাশনে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি
অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞায় দুর্দশায় জেলেরা
চরফ্যাশনে বাবার লাশ দাফনে সন্তানদের আপত্তি নির্ধারিত সময়ে জানাজা হয়নি, সমঝোতার চেষ্টা

আর্কাইভ