চরফ্যাসনে ভোট দিতে গিয়ে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হারুনের খবর নেয়নি কেউ

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাসনে ভোট দিতে গিয়ে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হারুনের খবর নেয়নি কেউ
শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১



চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি : ইউপি নির্বাচনে ভোট দিতে গিয়ে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ব্যক্তিকে দেখতে যায়নি কেউ। এমন অভিযোগ করেন চরফ্যাসন উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা বাদশা মিয়ার ছেলে মো.হারুন (৪৯)।---

ভূক্তভোগী হারুন অভিযোগ করে বলেন, গত ২৮ নভেম্বর চরফ্যাসনের ৭ইউপিতে নির্বাচন চলাকালীন সময়ে সকালে আবদুল্লাহপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড কেন্দ্রে ভোট দিতে যাওয়ার সময় ফুটবল প্রতিকের ইউপি সদস্য প্রার্থী রিয়াজ মোল্লার নির্দেশে তার ভাই ইউসুফ মোল্লাসহ অন্তত ১৫জন সন্ত্রাসী গুন্ডা বাহিনী একত্রিত আমার পথ আটকিয়ে স্থানীয় হাজি বাড়ির কবর স্থান সংলগ্ন এলাকায় অস্ত্রের মুখে উঠিয়ে নিয়ে গিয়ে আমাকে বেধড়ক মারধর করে। সন্ত্রাসীরা আমাকে একাধিকবার কিল ঘুসি ও লাথি মারতে থাকে। ওই এলাকার প্রত্যক্ষদর্শী স্থানীয় একাধিক বাসিন্দা জানান,হারুনকে হত্যার উদ্দ্যেশ্যে সন্ত্রাসীরা নির্যাতন করতে থাকে। এসময় হারুন অচেতন হয়ে গেলে হামলার খবর পেয়ে নির্বাচনের দায়িত্বে থাকা পুলিশকে জানালে এলাকাবাসী সহ পুলিশ হারুনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চরফ্যাসন হাসপাতালে ৬দিন ধরে চিকিৎসাধীন হারুনের শয্যা পাশে থাকা হারুনের স্ত্রী কান্নাভরা কন্ঠে বলেন, আমার স্বামী ৮নং ওয়ার্ডের টিউবওয়েল প্রতিকের প্রার্থী কাশেম মিয়ার নির্বাচনী কর্মী ছিলেন। নির্বাচনের দিন সকাল ৮টার সময় আমার স্বামী ভোট দিতে গেলে স্থানীয় এবং বহিরাগত সন্ত্রাসীদল তাকে এলোপাতাড়ি  মারধর করায় আমার স্বামী এখন কথা বলতেও কষ্ট হয়। নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী বলেন,রিয়াজ মোল্লার গ্রপের জয়নাল মোল্লা,ইউসিুফ মোল্লাসহ বহিরাগতরা হারুনকে মারধর করে। আরেক প্রত্যক্ষদর্শী বলেন, নির্বাচনের দিন সকালে ভোট কেন্দ্রের কাছে রিয়াজ মোল্লার কর্মীরা ফুটবল বলে উল্লাস করার সময় কাসেমের কর্মীরা টিউবওয়েল বলায় হারুনকে ধরে নিয়ে কবর স্থানের কাছে নিয়ে বেধরক মারধর করে রিয়াজ মোল্লার গ্রুপ। আরেক বাসিন্দা বলেন, রিয়াজ মোল্লা ও তার বড় ভাই ইউসুফ মোল্লা এবং ছোট ভাই সুমনসহ ১০/১২ জন আমাদের টিউবওয়েল প্রতিকের কর্মী হারুন ভাইকে মারধর করেছে আমরা এই সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। নবনির্বাচিত ইউপি সদস্য কাশেম মিয়া বলেন, রিয়াজ মোল্লা ফুটবল প্রতিকে নির্বাচন করে এবং আমি টিউবওয়েল প্রতিকে নির্বাচন করি। নির্বাচনের আগে থেকেই রিয়াজ গং আমাদের উপর হামলা মারধরসহ ব্যাপক হাঙ্গামা করে এবং ভোটারদের বাড়িঘরে গিয়ে হুমকি-ধামকি দেয় যেন তারা আমাকে ভোট দিতে না আসে। নির্বাচনের দিন রিয়াজ মোল্লার নির্দেশে ইউসুফ মোল্লা,সুমন মোল্লা,জয়নাল মোল্লা ও ইব্রাহীম মাস্টারের ছেলে ছাব্বিরসহ একাধিক ব্যক্তি হারুনকে মারধর করে হারুনের মৃত্যু হয়েছে মনে করে সন্ত্রাসীরা সেখান থেকে কৌশলে চলে যায়। হারুন এখন মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। এঘটনায় চরফ্যাসন থানায় লিখিত অভিযোগ করেছেন বলে চরফ্যাসন থানা পুলিশ সূত্রে জানা গেছে। চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ মনির হোসেন মিয়া বলেন, অভিযোগ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১০:৪৩:৫০   ১০১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে ঈদের আগে পাকা ঘর পেলেন ভূমিহীন ৩৭০ পরিবার
চরফ্যাশনে ২০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চরফ্যাশনে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি
অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞায় দুর্দশায় জেলেরা
চরফ্যাশনে বাবার লাশ দাফনে সন্তানদের আপত্তি নির্ধারিত সময়ে জানাজা হয়নি, সমঝোতার চেষ্টা

আর্কাইভ