দৌলতখানে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় নিহত-২

প্রথম পাতা » দৌলতখান » দৌলতখানে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় নিহত-২
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০



এম. এ আশরাফ।।ভোলা বাণী।। দৌলতখান প্রতিনিধি।। ভোলার দৌলতখান উপজেলায় পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। মঙ্গলবার (২৯সেপ্টেম্বর) ভোলার দৌলতখান বাংলাবাজার ও সৈয়দপুর ইউনিয়নে পৃথক দুটি জায়গায় এ দূর্ঘটনা হয়। দূর্ঘটনায় নিতহ দুইজন হলেন, কবির হোসেন (৬৫) ও লামিয়া আক্তার (৮)।


নিহত লামিয়া আক্তার (৮)।

নিহত লামিয়া দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের আকবর হোসেনের মেয়ে এবং অপরদিকে নিহত কবির হোসেনের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ভোলা-চরফ্যাশন মহাসড়কে বাংলাবাজার এলাকায় বাসের চাপায় কবির হোসেন নামে এক পথচারির মৃত্যু হয় এবং দৌলতখান উপজেলার  সৈয়দপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মিজিরহাট এলাকার মহাজন বাড়ীর মোড় সংলগ্নে অটোরিক্সা (বোরাক) চাপায় শিশু লামিয়া ঘটনাস্থলে গুরুতর আহত হন।

প্রতাক্ষদর্শীরা জানান, লামিয়া কয়েকদিন আগে তার মামার বাড়ীতে বেড়াতে আসে। আজ সকালে সে তার মামাতো ভাই বোনদের নিয়ে রাস্তায় হাটছিল। এসময় পিছন দিক থেকে আসা অটোরিক্সা (বোরাক) চাপা দিলে সে গুরুত্বর আহত হয়। পরে তাকে দৌলতখান স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে রাস্তায় মারা যায়।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন তাদের ফোর্স ঘটনাস্থলে গিয়েছে এবং তারা

এই বিষয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

বাংলাদেশ সময়: ১৭:২৫:২৫   ১৫০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দৌলতখান’র আরও খবর


দৌলতখানে অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই উৎপাদন করায় কারখানার জরিমানা
শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগদৌলতখানে দু’পক্ষের সংঘর্ষে নিহত-১ ॥ আহত-৬
ভোলায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করছেন যুব শক্তি ফাউন্ডেশন
দৌলতখানে বঙ্গবন্ধু ঐক্য পরিষদ উদ্বোধন করলেন এমপি মুকুল
বাংলাবাজারে নসিমন উল্টে নিহত ১, আহত ৫ শ্রমিক
সাঈদীর মৃত্যুর পোস্ট ফেসবুকেদৌলৎখানে ছাত্রলীগের ৪ নেতা বহিষ্কার
৬ বছরের শিশু যখন মামলার প্রধান আসামী!
ভোলায় সবুজ বাংলা ফাউন্ডেশনের পক্ষ থেকে মাদ্রাসা ছাত্র ও বয়স্কদের মাঝে বিনামূল্যে কুরআন বিতরণ
আবি আব্দুল্লাহ কলেজ জাতীয়করণ হওয়ায় এমপি মুকুলকে সংবর্ধনা
ভোলায় যাত্রীবাহী বাস ঘাদে,আহত ১০

আর্কাইভ