চরফ্যাসনে হাঙ্গরের শুঁটকি ও তেল জব্দ

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাসনে হাঙ্গরের শুঁটকি ও তেল জব্দ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২০



ভোলা বাণী।।বিশেষ প্রতিনিধি:

ভোলার চরফ্যাসন উপজেলার আহাম্মদপুরে হাঙ্গরের বাচ্চার শুঁটকি ও হাঙ্গরের তেল জব্দ করেছে উপজেলার মৎস্য ও বন বিভাগ।

---

গত বুধবার (১৩মে) দুপুর ১২টার দিকে স্থানীয় সাংবাদিকরা আহাম্মদপুর মায়া ব্রিজ সংলগ্ন এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে সেখানে হাঙ্গরের শুঁটকি ও হাঙ্গরের তেল প্রক্রিয়াজাতকরনের স্থানটি তাদের নজরে আসে। এ সময় সংবাদিকরা উপজেলা নির্বাহী অফিসারকে মুঠোফোনে বিষয়টি অবগত করেন। পরবর্তীতে বিকাল ৪টার দিকে মৎস্য কর্মকর্তা ও বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার সমন্বয়ে একটি দল উক্ত স্থানটিতে অভিযান পরিচালনা করেন।অভিযান চলাকালীন সময়ে কয়েক মণ হাঙ্গরের বাচ্চার শুঁটকি ও হাঙ্গরের ২০ ব্যারেল তেল জব্দ করে। তবে অভিযান চলাকালে হাঙ্গর শুটকির মালিকদের পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, মোঃ আনোয়ার, মোঃ আলমগীর, মোঃ ইয়াছিন, মোঃ ফারুক, মোঃ নাইম ও মোঃ নাজিম দীর্ঘ চার বছর ধরে এ এলাকায় হাঙ্গরের বাচ্চার শুঁটকি ও হাঙ্গরের তেল প্রক্রিয়াজাত করে অাসছে। এ কারণে আহাম্মদপুরের মায়া ব্রিজ সংলগ্ন পুরো এলাকায় দুর্গন্ধে বসবাসের অযোগ্য হয়ে গিয়েছিল।
এদিকে হাঙ্গরের বাচ্চার শুঁটকি ও তেল তৈরির প্রক্রিয়ার স্থানটি বন্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করায় উপজেলা প্রশাসন ও স্থানীয় সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় জনগন।
চরফ্যাসন উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ আলাউদ্দিন বলেন, মৎস্য পরিবেশ ও বন আইনে এভাবে হাঙ্গরের বাচ্চার শুঁটকি তৈরি ও তেল সংরক্ষণ সম্পূর্ণ বেআইনি। তাই শুঁটকি ও তেল জব্দ করা হয়েছে। এ ছাড়াও হাঙ্গরের বাচ্চার শুঁটকি তৈরি ও তেল সংরক্ষনকারীদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা করা হবে।

বাংলাদেশ সময়: ১৮:১৯:৫১   ১৭৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে ঈদের আগে পাকা ঘর পেলেন ভূমিহীন ৩৭০ পরিবার
চরফ্যাশনে ২০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চরফ্যাশনে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি
অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞায় দুর্দশায় জেলেরা
চরফ্যাশনে বাবার লাশ দাফনে সন্তানদের আপত্তি নির্ধারিত সময়ে জানাজা হয়নি, সমঝোতার চেষ্টা

আর্কাইভ