দৌলতখানে ২১ হাজার মিটার জালসহ বিপুল সংখ্যক জাটকা জব্দ

প্রথম পাতা » দৌলতখান » দৌলতখানে ২১ হাজার মিটার জালসহ বিপুল সংখ্যক জাটকা জব্দ
বুধবার, ৬ মে ২০২০



এম এ আশরাফ।।ভোলা বাণী।।দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইনের নেতৃত্বে আজ জাটকা বিরোধী অভিযানে বিপুল সংখ্যক ইলিশের জাটকা সহ ২১ হাজার মিটার জাল জব্দ করে।

 

 

---মঙ্গলবার (৫মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন এর নেতৃত্বে কোস্টগার্ড এর সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
এ সময় মদনপুর ও হাজীপুর চরের মাঝে অবস্থিত বিভিন্ন ডুবোচরে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক ইলিশের জাটকা ও ৫ মন অন্যান্য প্রজাতির পোনা সহ ১ টি পাই জাল, ৩ টি মশারি জাল সহ দুইটি ট্রলার জব্দ করা হয়। এসময় কাউকে আটক করা যায় নি।
অভিযান শেষে জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানায় ও গরীরদের মাঝে বিতরণ করা হয়, জব্দকৃত জাল ধ্বংস ও পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং ট্রলার ২টি উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ এর নিকট হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন জানান,জাটকারক্ষায়১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন কারো বিরুদ্ধে জাটকানিধনের অভিযোগ পাওয়া গেলে সে যে কেউই হোক না কেনোতার বিরুদ্ধে আমি কঠিন ব্যবস্থা নেবো।
তিনি জাটকা সহ অন্যান্য মাছ সংরক্ষনে সাংবাদিক সহ সাধারণ জেলেদের সহযোগিতা কামনা করেছেন।
সাধারণ জেলেরা জানান, প্রভাবশালীদের হাত থেকে জাটকা ইলিশ রক্ষা করতে না পারলে সরকার জাটকা ইলিশ রক্ষায় যে পদক্ষেপ নিয়েছে তা পুরোপুর ভেস্তে যাবে।

বাংলাদেশ সময়: ১১:২৩:৩৯   ১২০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দৌলতখান’র আরও খবর


দৌলতখানে অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই উৎপাদন করায় কারখানার জরিমানা
শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগদৌলতখানে দু’পক্ষের সংঘর্ষে নিহত-১ ॥ আহত-৬
ভোলায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করছেন যুব শক্তি ফাউন্ডেশন
দৌলতখানে বঙ্গবন্ধু ঐক্য পরিষদ উদ্বোধন করলেন এমপি মুকুল
বাংলাবাজারে নসিমন উল্টে নিহত ১, আহত ৫ শ্রমিক
সাঈদীর মৃত্যুর পোস্ট ফেসবুকেদৌলৎখানে ছাত্রলীগের ৪ নেতা বহিষ্কার
৬ বছরের শিশু যখন মামলার প্রধান আসামী!
ভোলায় সবুজ বাংলা ফাউন্ডেশনের পক্ষ থেকে মাদ্রাসা ছাত্র ও বয়স্কদের মাঝে বিনামূল্যে কুরআন বিতরণ
আবি আব্দুল্লাহ কলেজ জাতীয়করণ হওয়ায় এমপি মুকুলকে সংবর্ধনা
ভোলায় যাত্রীবাহী বাস ঘাদে,আহত ১০

আর্কাইভ