মনপুরায় ৫৬ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই

প্রথম পাতা » বিশেষ প্রতিবেদন » মনপুরায় ৫৬ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই
সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০১৭



---আবদুল্লাহ জুয়েল, মনপুরা ॥ রাত পৌহালেই আর্ন্তজাতিক মাতৃভাষা ও ভাষা শহীদ দিবস। আজও সরকারি কিংবা বেসরকারী উদ্যোগে উপকূলের ৫৬ শিক্ষা প্রতিষ্ঠানে নির্মান হয়নি শহীদ মিনার। তারপরও ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে থেমে নেই মনপুরা উপকূলের শিক্ষার্থীরা। কলাগাছ দিয়ে অস্থায়ীভাবে শহীদ মিনার নির্মানের প্রস্তুতি নিচ্ছেন ৫৬ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আর নিজেদের নির্মিত কলাগাছের শহীদ মিনারে ২১ ফেব্রুয়ারী সকালে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবে কয়েক হাজার শিক্ষক-শিক্ষার্থী। মনপুরা উপকূলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গত কয়েকদিন ঘুরে শিক্ষক-শিক্ষার্থীদের কথা বলে এই তথ্য পাওয়া যায়।

শিক্ষার্থীরা জানান, যাদের আতœত্যাগের কারনে আজ আমরা মায়ের ভাষায় কথা বলতে পারছি সেই সমস্ত ভাষা শহীদদের আমরা কখনো ভুলবোনা। স্কুলে স্থায়ী শহীদ মিনার না থাকলেও শিক্ষকদের সহযোগীতায় অস্থায়ীভাবে কলাগাছ দিয়ে শহীদ মিনার নির্মান করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে শিক্ষার্থীরা সরকারীভাবে স্কুলে স্থায়ী শহীদ মিনার তৈরীর দাবী জানান।

শিক্ষকরা জানান, স্কুলে স্থায়ী শহীদ মিনার না থাকায় প্রতি বছরই কলাগাছের তৈরী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এবছরও সেইভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে সরকারীভাবে স্থায়ী শহীদ মিনার তৈরীর দাবী করেন শিক্ষকরা।

জানা যায়, মনপুরায় ৫৮ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৫৬ শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার। শুধুমাত্র মনপুরা ডিগ্রী কলেজ ও হাজীরহাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে রয়েছে শহীদ মিনার। এবার উপজেলা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে ৮ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। অপরদিকে ৫০ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীরা শ্রদ্ধা জানাবে নিজেদের তৈরী শহীদ মিনারে। এছাড়াও প্রতিটি স্কুলে স্থায়ী শহীদ মিনার নির্মান করার সরকারী নির্দেশনা থাকলেও স্কুল ও শিক্ষা মন্ত্রণালয়ের ফান্ড না থাকায় স্কুলগুলোতে নির্মিত হয়নি শহীদ মিনার।

মনপুরা শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, উপকূলের যেইসব প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই তারা অস্থায়ীভাবে শহীদ মিনার নির্মান করে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে। স্থায়ী শহীদ মিনারে কথা জানতে চাইলে তিনি বলেন, সরকারীভাবে নির্দেশনা থাকলেও ফান্ডের অভাবে নির্মান হয়নি। তারপর প্রত্যেক প্রতিষ্ঠানের প্রধানকে দ্রুত শহীদ মিনার স্থাপনের কথা বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ৯:৪২:১২   ৩৮৭ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশেষ প্রতিবেদন’র আরও খবর


দক্ষিণ আইচায় স্কুল ছাত্র নয়নের রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত লঞ্চ ভাসছে পানিতে
দেশে অর্ধেকের বেশি নারীর বাল্যবিয়ে হয়’
টাঙ্গাইল শাড়ি চিনবেন কীভাবে
ভোলায় চলছে জাটকা নিধন ॥ ইলিশের উৎপাদন নিয়ে শঙ্কা
ভোলায় শৈত্যপ্রবাহে হাঁড় কাঁপানো শীতে জনজীবন বিপন্ন
ভোলার বন্ধন হেলথ কেয়ার চালু করল অনলাইন নার্সিং হোম সার্ভিস
দুই গ্রুপের দ্বন্দ্বে স্কুল উধাওচরফ্যাশনে খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদান
পরিবারিক ভ্রমণের জন্য ৪ টিপস
তজুমদ্দিনে সরকারি নলকূপ অকেজো, গরমে তীব্রতায় পানি সংকট।
ভোলায় আরো ৫ কূপ খননের পরিকল্পনাদেশর ২৯তম গ্যাস ক্ষেত্রর মর্যাদা পেয়েছে ইলিশা-১ কূপ।

আর্কাইভ