বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে - ভোলায় বানিজ্যমন্ত্রী

প্রথম পাতা » প্রধান সংবাদ » বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে - ভোলায় বানিজ্যমন্ত্রী
সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০১৭



---ভোলাবাণী : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ২০২১ সালের মধ্যে ডিজিটাল মধ্যম আয়ের দেশ হবে বাংলাদেশ। পদ্মা সেতুর দূর্নীতি সরকার করেনি। অপরাধ করেছে বিশ্ব ব্যাংক। রোববার সকালে ভোলার শহরের নবারুন সেন্টারে ব্যাংক এশিয়ার ১১৪তম শাখা উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ভোলায় অবকাঠামো উন্নয়নের ৪৫০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। ভোলাকে নদী ভাঙন থেকে রক্ষা করতে কাছ শুরু হয়েছে। এ বছর কাজ শেষ না হলে আগামী বছর কাজ শেষ হবে। তারা দক্ষতার সাথে কাজ করছে। তবে, ভোলার ইলিশা ইউনিয়নকে নদী ভাঙন থেকে রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী আরো বলেন, ভোলা-বরিশাল ব্রীজ হলে ভোলাকে কেউ দ্বীপ বলবে না। মূল ভূখন্ডের সাথে যুক্ত হবে ভোলা।
ব্যাংক এশিয়ার ম্যানেজার মাকসুদুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, ব্যাংক এশিয়ার চেয়ারম্যান আ. রউফ চৌধুরী, বোর্ড কমিটির চেয়ারম্যান রুমি এ চৌধূরী, আরফান আলী, ভাইস চেয়ারম্যান শাখাওয়াত হোসেন চৌধুরী, নুরুল ইসলাম ও মশিউর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভোলা জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন, ভোলা পৌর মেয়র আলহাজ্ব মনিরুজ্জামান মনির, পুলিশ সুপার মোকতার হোসেন, জেলা সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, রাজনীতিক নেতা কর্মীসহ বিভিন্ন পেশার মানুষ।

অনুষ্ঠানের শেষের দিকে ইউএসএইড এগ্রিকালচার এক্সটেনসন প্রজেক্টের আওতায় গ্রামীন জন উন্নয়ন সংস্থার বাস্তবায়নে কৃষকদের মধ্যে কৃষিকার্ড বিতরন করলেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। পরে পর্যায়ক্রমে এক হাজার কৃষকের মধ্যে এ কার্ড বিতরন করা হবে। এ কার্ডের মাধ্যমে কৃষকরা নির্ধারিত দোকান থেকে সার কীটনাশক সহ সকল প্রকার কৃষিপন্য কিনতে পারবে।

বাংলাদেশ সময়: ৯:৫৪:৩০   ২৮৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে

আর্কাইভ