ভোলায় আরো ৫ কূপ খননের পরিকল্পনাদেশর ২৯তম গ্যাস ক্ষেত্রর মর্যাদা পেয়েছে ইলিশা-১ কূপ।

প্রথম পাতা » জাতীয় » ভোলায় আরো ৫ কূপ খননের পরিকল্পনাদেশর ২৯তম গ্যাস ক্ষেত্রর মর্যাদা পেয়েছে ইলিশা-১ কূপ।
সোমবার, ২২ মে ২০২৩



দেশর ২৯তম গ্যাস ক্ষেত্রর মর্যাদা পেয়েছে ইলিশা-১ কূপ।স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী।।

দেশের ২৯তম গ্যাসক্ষেত্র এখন ভোলার ইলিশা-১ কূপ। শুধু তাই নয়, এটি ভোলার তৃতীয় গ্যাসক্ষেত্র।
সোমবার (২২ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের এমন ঘোষণায় আনন্দে ভাসছে ভোলার মানুষ। দেশে তেল, জ্বালানির সংকটের মুহূর্তে এমন খবরে ব্যাপক সম্ভাবনা দেখছে বাপেক্স।
সোমবার রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কো¤পানি লিমিটেড (বাপেক্স) জানিয়েছে, ইলিশা কূপে মোট গ্যাস মজুদের পরিমাণ ২০০ বিসিএফ। যা থেকে প্রতিদিন উত্তোলন করা যাবে ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস। ভবিষ্যতে এখানে আরও পাঁচটি কূপ খননের পরিকল্পনা রয়েছে।
বাপেক্সের ভূ-তাত্ত্বিক বিভাগের ব্যবস্থাপক মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, এখনো জেলায় তিনটি গ্যাসক্ষেত্রে নয়টি কূপ খনন করা হয়েছে। এর মধ্যে শাহবাজপুরে ছয়টি, ভোলা নর্থে দুটি ও ইলিশায় একটি। এ পর্যন্ত মোট গ্যাস মজুদের পরিমাণ ১.৭ ট্রিলিয়ন কিউবিক ফিট (টিসিএফ)। খুব শিগগির এ গ্যাস উত্তোলন করা হবে।
সূত্র জানিয়েছে, ২০১৮ সালের দিকে ভূ-তাত্ত্বিক জরিপের পর গ্যাসের সম্ভাবতা যাচাই শেষে এ বছরের ৯ মার্চ ভোলার ইলিশা-১ কূপ খনন করে বাপেক্সে। এ সংস্থার তত্ত্বাবধানে রাশিয়ান কোম্পানি গ্যাসপ্রম এ খনন কাজ সম্পন্নের পর কূপটিতে তৃতীয় ধাফে ডিএসটি কার্যক্রম করা হয় এবং নিশ্চিত হয় গ্যাসের মজুদ।
এদিকে একের পর পর গ্যাসে সন্ধান মেলায় দক্ষিণাঞ্চলে নতুন করে সম্ভাবনা দেখা দিয়েছে। বিশেষ করে অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির স্বপ্ন দেখছে তারা।
১৯৯৪-৯৫ সালে ভোলার শাহবাজপুর প্রথম গ্যাসের

বাংলাদেশ সময়: ১৯:৫২:১৪   ৪২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় বিশ্ব : ইইউ
নির্বাচনের তপশিল ঘোষণা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি
তফসিল আগামীকাল, ভোট ৬ জানুয়ারি
দ্বাদশ জাতীয় নির্বাচনতপশিল ঘিরে ব্যস্ত ইসি
নরসিংদীতে আওয়ামী লীগ আয়োজিত জনসভায়চোরাগোপ্তা হামলা চালিয়ে সরকার হটানো যায় না : প্রধানমন্ত্রী
মহানবীর রওজা মোবারক জিয়ারত করলেন শেখ হাসিনা
নেতা-কর্মীদের উদ্দেশে শেখ হাসিনা ‘নির্বাচনে যাকেই প্রার্থী করি, তাকে বিজয়ী করতে হবে’
বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রীর তিন উন্নয়ন প্রকল্পের যৌথ উদ্বোধনদুই দেশের বন্ধুত্বের অনন্য নিদর্শন: হাসিনা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আলোচনায় অংশ নিতে আওয়ামী লীগ-বিএনপিকে ইসির চিঠি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনইশতেহার প্রণয়নে তৃণমূলের মতামত চায় আ.লীগ

আর্কাইভ