ভোলাবাণী : মনপুরা প্রতিনিধি: ভোলার মনপুরায় কারিতাস বরিশাল অঞ্চলের মুক্তি-২ প্রকল্প এর উদ্যোগে পরিচিতি সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদে এই সভা অনুষ্টিত হয়।

সভায় কারিতাস বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. ফ্রান্সিস বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস শেলিনা আকতার চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, সমাজ সেবক আলহাজ্ব সেলিম মিয়া, কান্ট্রি ম্যানেজার সিআরএস দীপ্তি প্যান্ট, কেন্দ্রীয় কারিতাসের পি.সি, সিআরএস গীতা মজুমদার, কেন্দ্রীয় কারিতাসের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচী কর্মকর্তা আইরিন মুরমু, বরিশাল অঞ্চলের কর্মসূচী কর্মকর্তা মি. মার্সেল রতন গুদা ও উপজেলা সমন্বয়কারী আবদুর রব।
সভায় প্রজেক্টরের মাধ্যমে দূর্যোগের ঝুঁকি হ্রাস, দুর্যোগের সময়কার প্রস্তুতি, দুর্যোগ পরর্তী করনীয় সম্পর্কে স্বচিত্র ভিডিও প্রদর্শনীসহ মুক্তি-২ প্রকল্পের কার্য পরিধি সম্পর্কে অবহিত করা হয়।
বাংলাদেশ সময়: ১২:৩০:৫৫ ১৮৮ বার পঠিত |