দক্ষিণ আইচায় প্রতিপক্ষকে ব্যবসা প্রতিষ্ঠান মেরামতে বাধা ও হয়রানির অভিযোগ

প্রথম পাতা » দক্ষিণ আইচা » দক্ষিণ আইচায় প্রতিপক্ষকে ব্যবসা প্রতিষ্ঠান মেরামতে বাধা ও হয়রানির অভিযোগ
রবিবার, ১২ মে ২০১৯



---চরফ্যাশন অফিস ।।ভোলাবানী ॥

চরফ্যাশনের দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ জনতা বাজারে অন্যের জমি দখলে নেয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে মাহাবুব প্যাদার বিরুদ্ধে। এঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়রা বলেছেন বিষয়টি দ্রুত নিস্পত্তি না হলে যেকোন সময় এনিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে । ইউছুফ প্যাদার ভাই মনির প্যাদা অভিযোগ করে বলেন, ২০১০সনে আমার ভাই ইউছুফ প্যাদা স্থানীয় নুর কালাম এবং তার মা নয়া বিবির নিকট থেকে ৯শতাংশ জমি খরিদ করেন। যা আমার ভাই ইউছুফ প্যাদার নামে ৫শতাংশ এবং ভাবী নাছিমার নামে ৪শতাংশ চৌহদ্দি নির্ধারণ পুর্বক দলিল রেজিষ্ট্রি হয়। দলিলে চৌহদ্দি অনুযায়ী তারা উত্তরে মেছের চৌকিদার, পুর্বে সরকারি রাস্তা,দক্ষিণে চান্দু প্যাদা এবং পশ্চিমে দাতার সিমানা পর্যন্ত ৯শতাংশ জমির দখল বুঝে পেয়ে সামনের অংশে দোকান ঘর নির্মান পুর্বক ভোগ দখলে আছেন। শুক্রবার দোকানের চালের নষ্ট হওয়া টিন পরিবর্তনের উদ্দেশে পুরাতন টিন খোলার পর মাহাবুব প্যাদা নতুন টিন লাগাতে বাধা দিয়ে ঘরের মধ্যে সে জমি পাওনা বলে জানায়। এসময় সে চালের টিন লাগাতে হলে আমার কাছে  ২লাখ টাকা চাঁদা দাবী করে।

জমি দাতা নুর কালাম বলেন, মাবাবুব প্যাদার জমি দাতাদের মধ্যে আমিও একজন। ইউছুফ প্যাদা জমি কিনার ৪বছর পর মাহাবুব প্যাদা জমি কিনেছে। ইউছুফ প্যাদার জমির পশ্চিম সীমানার পর থেকে মাহাবুব প্যাদার জমি । ইউছুফ প্যাদাকে আমরা দলিলের চৌহদ্দি অনুযায়ী যেভাবে দখল দিয়েছি তারা সেখানেই ভোগ দখলে আছেন। মাহাবুব প্যাদা পরে জমি কিনে দখল বুঝে নিয়ে প্রায় ৫বছর পর এনিয়ে বাড়া বাড়ি অযৌক্তিক।

স্থানীয় সাজাহান হাওলাদার ও সাবেক ইউপি সদস্য ফরিদসহ একাধিক ব্যাক্তি জানান, বিগত ৩৫/৪০বছর উক্ত সম্পত্তি বিক্রেতা নুর কালাম এবং তার মা নয়া বিবির   ভোগ দখলে থাকার পর ২০১০সনে তারা বিক্রি করে ইউছুফদেরকে দখল বুঝিয়ে দেন। তখন থেকে তারা ভোগ দখলে আছেন। ঘর মেরামত কালে মাহাবুব প্যাদা বাধা দেয়ার বিষয়টি  প্রতিপক্ষকে হয়রানি ছাড়া আর কিছুইনা। চাঁদা দাবীর অভিযোগ সঠিক নয় জানিয়ে মাহাবুব প্যাদা বলেন, আমার জমি কম থাকায় তাদেরকে ঘর মেরামতে বাধা দিয়েছি এবং ফয়সালা চেয়ে ইউপি চেয়ারম্যানের কাছে আবেদন করেছি।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার জানান, বিষয়টি ফয়সালা দেয়ার জন্য সংশ্লিষ্ট ইউপি সদস্য মো.কবির হাওলাদারসহ তিন জনকে দায়িত্ব দিয়েছি।

ইউপি সদস্য মো.কবির হাওলাদার বলেন, দুইপক্ষের সালিশ মানামানির পর বসে বিষয়টি ফয়সালা দেয়ার চেষ্টা করবো।

বাংলাদেশ সময়: ১৮:১৪:১২   ৩৯৭ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দক্ষিণ আইচা’র আরও খবর


দক্ষিণ আইচায় ধান ক্ষেতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
দক্ষিণ আইচায় ২৫ বছর করে দণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার
দক্ষিণ আইচায় স্কুল ছাত্র নয়নের রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত লঞ্চ ভাসছে পানিতে
দক্ষিণ আইচায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত
ভোলায় ২৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করেছ
দক্ষিণ আইচায় প্রতিপক্ষের হামলায় দুই নারী আহত
দুই চেয়ারম্যানের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত
চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব উদযাপন
১২ বছর পালিয়ে থেকে ও শেষ রক্ষা পেলেন না নুর মোহাম্মদ
দক্ষিণ আইচায় নৌকার প্রার্থী এমপি জ্যাকব এর উঠান বৈঠক

আর্কাইভ