মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম নিধন বন্ধ ও সুচির নোবেল পুরস্কার প্রত্যাহারের দাবীতে লালমোহনে মানববন্ধন

প্রথম পাতা » প্রধান সংবাদ » মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম নিধন বন্ধ ও সুচির নোবেল পুরস্কার প্রত্যাহারের দাবীতে লালমোহনে মানববন্ধন
মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০১৬



---ভোলা বাণী:লালমোহন প্রতিনিধি: “জাগো বিশ্ব বিবেক জাগো, পৃথিবীর শ্রেষ্ঠ মানব জাতি মুসলমানদের বাচাঁও, অবিলম্বে বাতিল কর মিয়ানমারের অশান্তির ডাইনি অং সান সুচির নোবেল শান্তি পুরস্কার”- সময়ের জরুরী এই আবেদন নিয়ে ভোলার লালমোহন মিডিয়া ক্লাব এর উদ্যোগে মঙ্গলবার দুপুরে লালমোহন চৌরাস্তার মোড়ে আয়োজিত হয় স্মরণকালের বৃহত্তম মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে আরো সম্পৃক্ত ছিল উপজেলা শিল্পকলা একাডেমি, লালমোহন বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিষ্টিক স্কুল সুইড বাংলাদেশ, লালমোহন প্রেস ক্লাব, লালমোহন হা-মীম রেসিডেন্সীয়াল একাডেমী সহ বিভিন্ন সংগঠন। সংহতি প্রকাশ করেছে লালমোহন বাজার ব্যাবসায়ী সমিতি, বাংলাদেশ রোদসী কৃষ্টিসংসার, মোহনা মানবাধীকার ফাউন্ডেশন, লালমোহন বাজার মনোহরি ব্যবসায়ী সমিতি, লালমোহন রিপোটার্স ইউনিটি, তোলপাড় কৃষ্টি সংসার, চতলা আদর্শ কোচিং, গজারিয়া সাংকৃতিক একাডেমী সহ নানা সংগঠন। এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিয়ানমারের নির্যাতিত নিপিড়ীত মানুষের প্রতি সমবেদনা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্রুনালে রাক্ষুসি অং সান সুচির বিচার দাবী করেছেন লালমোহন-তজুমুদ্দিনের গণমানুষের নেতা আলহাজ্ব নুরুন্নবী চৌধূরী শাওন এমপি। লালমোহন মিডিয়া ক্লাবের সভাপতি কবি প্রভাষক সাংবাদিক রিপন শানের সভাপতিত্বে এবং সুইড বাংলাদেশ লালমোহন শাখার প্রধান শিক্ষক মো: রাশেদ হেলালীর স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, লালমোহন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক আলহাজ্ব প্রভাষক দিদারুল ইসলাম অরুন, পৌর আওয়ামীলীগ সম্পাদক আলহাজ্ব সফিকুল ইসলাম বাদল, বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মোস্তফা মিয়া, সম্পাদক আলী আহমদ বেপারী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আ.মালেক মিয়া, লালমোহন প্রেস ক্লাবের সভাপতি আব্দুস সাত্তর, সাবেক সম্পাদক মো: আমজাদ হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক মো: জসিম জনি, লালমোহন মিডিয়া ক্লাবের সহ-সভাপতি ফয়েজ আহমেদ ফ্যাশন, লালমোহন মিডিয়া ক্লাব সম্পাদক প্রভাষক তারেকুল ইসলাম খালেক, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ঝন্টু পঞ্চায়েত প্রমুখ। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন, উপজেলা শিল্পকলা একাডেমীর সম্পাদক আনম শাহ জামাল দুলাল, মোহনা মানবাধিকারে সম্পাদক এডভোকেট মিজানুর রহমান সবুজ, উপজেলা সম্পাদক জাকির হোসেন জুয়েল, প্রেস ক্লাব সদস্য শাহিন কুতুব, লালমোহন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের ইমাম মাও: মো: হাতেম, উত্তর বাজার বাইতুর রিদওয়ান জামে মসজিদের ইমাম মাও: হোসাইন আহমদ, রোদসী কৃষ্টি সংসারের নির্বাহী সদস্য এডভোকেট মহিউদ্দিন জুয়েল, মনোহরী ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মিরাজুল ইসলাম জাহাঙ্গীর প্রমুখ। লালমোহনের ইতিহাসে প্রায় পাঁচ হাজার লোকের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বিশ্ব মানবিক আয়োজনে গণ সমুদ্রের স্পষ্ট দাবী বার বার উচ্চারিত হয়- অবিলম্বে আরাকানে মানব হত্যা বন্ধ কর, জাতিসংঘ তুমি তোমার ভূমিকা স্পষ্ট কর, নোবেল কমিটি অশান্তির ডাইনি অং সান সুচির নোবেল শান্তি পুরস্কার বাতিল কর, মুসলমান বাঁচাও মানবতা বাচাও। প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন- একাত্তরে যারা এ দেশে ত্রিশলাখ মানুষকে শহিদ করেছে, দুই লাখ নারীর ইজ্জত কেড়ে নিয়েছে সেই সাম্প্রদায়িক অপশক্তির প্রেতাত্মারাই মিয়ানমারে রাক্ষুসি সুচির কাঁধে ভর করে নির্বিচারে মানুষ হত্যা করছে। যাদের ধর্মে জীব হত্যা মহা পাপ মূল মন্ত্র, তারাই আজ পৃথিবীর শ্রেষ্ঠ মানব নবী করিম (সা:) এর অনুসারি মুসলমানদের হত্যা করে পৃথিবীতে একের পর এক অশান্তির দাবানল সৃষ্টি করছে।

বাংলাদেশ সময়: ১৯:৪৩:৫১   ১৯৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


বিভাগীয় পর্যায়ে লোক ও উচ্চাঙ্গ নৃত্যে ভোলার মেয়ে অহনার ১ম স্থান অর্জন
মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষনা ॥ ১ জনের মনোনয়ন বাতিল ॥
এসএসসির ফলাফল জানা যাবে যেভাবে
উপজেলা পরিষদ নির্বাচন ২৪নির্বাচন হবে অবাধ নিরপেক্ষ, সবাই কেন্দ্রে এসে ভোট দিবেন: মোহাম্মদ ইউনুছ
তৃণমূল থেকে উন্নয়নই আ.লীগের মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪মোটরসাইকেল ও উড়োজাহাজ প্রতীকে ভোট চাইলেন: মোহাম্মদ ইউনুস
মনপুরায় দুর্যোগ ব্যবস্থাপনায় প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত ॥
বাংলার প্রথম ‘ম্যাট্রিক পাস’ কারা ছিলেন?
রেজিলিয়েন্ট হোমস্টেট এন্ড লাইভলিহুড সাপোর্ট টুদ্যা ভারনালেবল কোস্টাল পিপল অব বাংলাদেশ শীর্ষক আলোচনায়ভোলায় দুর্যোগের সম্মুখিন হওয়া মানুষদের বাদ দিয়ে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: জেলা প্রশাসক
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমি প্রতিজ্ঞাবদ্ধ: মোহাম্মদ ইউনুস

আর্কাইভ