খালেদা জিয়ার সাথে মনপুরা উপজেলা বিএনপি‘র প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রথম পাতা » প্রধান সংবাদ » খালেদা জিয়ার সাথে মনপুরা উপজেলা বিএনপি‘র প্রতিনিধি দলের সাক্ষাৎ
মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০১৬



---ভোলা বাণী:মনপুরা প্রতিনিধি: বিএনপি‘র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন মনপুরা উপজেলা বিএনপি‘র প্রতিনিধি দল। এতে উপজেলা বিএনপি ও অংগসংগঠনের নেতা কর্মীদের মাঝে প্রানচাঞ্চল্য লক্ষ্য করা গেছে। গত রবিবার রাত সোয়া ১১ টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে মনপুরা উপজেলা বিএনপি‘র ৬ সদস্যের একটি প্রতিনিধি দল নেত্রীর সাথে সাক্ষাৎ করেন।

এসময় বিএনপির চেয়ারপারসন মনপুরা উপজেলা বিএনপির রাজনৈতিক খোঁজ খবর নেন। এবং ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসন থেকে বারবার নির্বাচিত সাবেক সাংসদ আলহাজ্ব নাজিম উদ্দিন আলমের নের্তৃত্বে ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কর্মকান্ড চালিয়ে নেয়ার নির্দেশ দেন।

এসময় মনপুরা উপজেলা বিএনপি‘র প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, মনপুরা উপজেলা বিএনপি‘র সভাপতি আলহাজ্ব সামস উদ্দিন বাচ্চু চৌধুরী, সহ সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম. মহিউদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর, সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক মাহবুবুল আলম শাহীন ও উপজেলা যুবদল সভাপতি জোবায়ের হাসান রাজিব চৌধুরী।

বিএনপি‘র চেয়ারপারসনের সাথে সাক্ষাতের পূর্বে মনপুরা উপজেলা বিএনপি‘র প্রতিনিধি দল কেন্দ্রিয় বিএনপি‘র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, প্রাক্তন মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, কেন্দ্রিয় বিএনপির সহ সভাপতি ও দায়িত্ব প্রাপ্ত তৃনমূল নেতা সাবেক সাংসদ মোঃ শাজাহান ও কেন্দ্রিয় বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ এ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন এর সাথে এক সাক্ষাতে মিলিত হন। এসময় বিএনপির প্রতিনিধি দলের সাথে আরো উপস্থিত ছিলেন, মনপুরা উপজেলা ছাত্রদল সভাপতি শাহজালাল আল আমীন, সাধারণ সম্পাদক নুরে আলম শামীম।

এসময় বিএনপি‘র কেন্দ্রীয় নেতারা বলেন, ভোলা-৪ (চরফ্যাশন মনপুরা) আসনে নাজিম উদ্দিন আলমের বিকল্প কোন নেতা এখনও জন্মায়নি। যার হুঙ্কারে এখনো কেঁপে ওঠে ঢাকার রাজপথ। যার বুকের তাজা রক্তে ভিজে গেছে পিচঢালা রাস্তা। যার বুকে এখনও বুলেট বয়ে বেড়ান তাকে বাদ দিয়ে অন্য কাউকে নিয়ে চিন্তা করা যায়না। আশা করি চরফ্যাশন মনপুরা বিএনপি ও অংগসংগঠন নাজিম উদ্দিন আলমের নের্তৃত্বে সুসংগঠিত থেকে সাংগঠনিক কর্ম কান্ড চালিয়ে যাবে।

বাংলাদেশ সময়: ১৯:৩১:৩৮   ১৫০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


শান্তি ও উন্নয়ন সমাবেশে মানুষের ঢল বোরহানউদ্দিনে এমপি মুকুলকে সংবর্ধনা
চতুর্থ বারের মত বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ায়লালমোহনে নুরুন্নবী চেীধুরী শাওনকে নাগরিক সংবর্ধনা
বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় বিশ্ব : ইইউ
দ্বাদশ সংসদ নির্বাচনছোট ছোট দল নিয়ে জমে উঠছে নির্বাচন
বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট সিরিজউইলিয়ামসনের সেঞ্চুরির পরও নড়বড়ে নিউজিল্যান্ড
মনপুরায় বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ভোলায় অবরোধের সমর্থনে বিএনপির মশাল মিছিল।
ভোলায় জেলা বিএনপির মশাল মিছিল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা বৃহস্পতিবার
লালমোহনে ‘বোমা বানাতে গিয়ে’ বিস্ফোরণে নিহত ১

আর্কাইভ