বৈশাখে ‘সালমা’র চমক

প্রথম পাতা » ফটোগ্যালারী » বৈশাখে ‘সালমা’র চমক
মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯



---ভোলাবাণী বিনোদনঃ

জনপ্রিয় কণ্ঠশিল্পী ক্লোজআপ ওয়ান তারকা সালমা। পহেলা বৈশাখ উপলক্ষে নতুন দুইটি গানের মিউজিক ভিডিও নিয়ে হাজির হচ্ছেন তিনি। গান দুটি হলো ‘আউলা প্রেমে’ ও ‘ভুলিয়া বন্ধু’।

তারমধ্যে ‘আউলা প্রেমে’ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ফটোগ্রাফার রিয়াজ খান। ‘ভুলিয়া বন্ধু’ শিরোনামে মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন জনপ্রিয় মিউজিক ভিডিও নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন।

‘আউলা প্রেমে’ গানের মডেল হয়েছেন চিত্রনায়িকা আচল ও চিত্রনায়ক সানজু জন। গানটি ভিডিও শুটিং হয়েছে কোক স্টুডিওতে বিগবাজেটের সেট নির্মাণ করে।

‘ভুলিয়া বন্ধু’ গানে মডেল হিসেবে দেখা যাবে ইমামী ফেয়ার হ্যান্ডসাম মডেল আবিক ও নবাগত মায়াকে। গানটি ভিডিও শুটিং হয়েছে হোতাপাড়া থতিব খামারবাড়িতে।

ফোক ঘরানার গান দু-টির কথা লিখেছেন জিয়া উদ্দিন আলম। সালমার মিউজিক ইউটিউব চ্যানেলে আসবে ‘আউলা প্রেমে’ মিউজিক ভিডিও। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন জেকে মজলিশ।

অন্যদিকে ‘ভুলিয়া বন্ধু’ গানের মিউজিক ভিডিও আসবে ম্যাক্স ব্যাগ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। গানটির সুর করেছেন জিয়া উদ্দিন আলম ও সংগীত পরিচালনা করেছেন ওয়াহিদ শাহীন।

গান দুটি প্রসঙ্গে সালমা বলেন, ‘বৈশাখ মানেই আনন্দের বিরাট মঞ্চ। এই আনন্দের সঙ্গী হয় নানা স্বাদের গান। আমিও ভক্তদের কথা মাথায় রেখে দুটি গানের ভিডিও নিয়ে আসছি। তারমধ্যে ‘ভুলিয়া বন্ধু’ গানের কথা আমার জীবনের গল্পের সাথে মেলে যায়। তুই ‘ভুলিয়া বন্ধু’ এক ধরনের, কথা ও সুর সব মানুষের মনে দাগ কাটবে আমি আশা করি।

আর ‘আউলা প্রেমে’ গানে মাটি ও মানুষের টান আছে। ভালো লাগবে এটি দর্শক-শ্রোতার।’

বাংলাদেশ সময়: ১৯:০৯:২৯   ২৩২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ফটোগ্যালারী’র আরও খবর


প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
বিভাগীয় পর্যায়ে লোক ও উচ্চাঙ্গ নৃত্যে ভোলার মেয়ে অহনার ১ম স্থান অর্জন
রেজিলিয়েন্ট হোমস্টেট এন্ড লাইভলিহুড সাপোর্ট টুদ্যা ভারনালেবল কোস্টাল পিপল অব বাংলাদেশ শীর্ষক আলোচনায়ভোলায় দুর্যোগের সম্মুখিন হওয়া মানুষদের বাদ দিয়ে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: জেলা প্রশাসক
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমি প্রতিজ্ঞাবদ্ধ: মোহাম্মদ ইউনুস
উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ মনপুরায় শেষ দিনে ৯ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল ॥
ভোলায় লাশ গোসলের আধুনিক স্থাপনা গড়ে তোলা হবে: জেলা প্রশাসক
মনপুরায় দুর্যোগ বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত ॥
ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন

আর্কাইভ