দর্শক মাতালেন “শাকিব-মিম”

প্রথম পাতা » ফটোগ্যালারী » দর্শক মাতালেন “শাকিব-মিম”
সোমবার, ৮ এপ্রিল ২০১৯



---ভোলাবাণী বিনোদনঃ

রুপালী পর্দা ব্যতীত ধরা ছোঁয়ার বাইরে থাকেন সুপারস্টার শাকিব খান। তারকা ইমেজ বজায় রাখতে খুব বেশি মঞ্চেও পারফর্ম করেন না ‘কিং খান’। বাংলাদেশের অন্য চিত্রতারকাদের থেকে এখানে শাকিব খান একেবারেই আলাদা।

এবার শাকিব খান ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মিম একসঙ্গে নেচে দর্শকদের মাতালেন।

বার্জার সুপ্রিম অনুষ্ঠানের শাকিব-মিমের নাচের কোরিওগ্রাফি করেন ঈগলস ডান্স কোম্পানির প্রধান তানজিল আলম। রোববার ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে এ দুই তারকা দর্শকদের মন মাতিয়েছেন।

শাকিব খান বলেন, তানজিল বাংলাদেশের অন্যতম একজন সফল কোরিওগ্রাফার, যার কাজ এবং শ্রমের জন্যই আমি সুন্দর নাচের পারফর্মেন্স দেখাতে পারছি আপনাদের মাঝে।

অনেকদিন পর মঞ্চে পারফর্ম করলেন ঢাকাই ছবির এ ‘সুপার হিরো’। এ প্রসঙ্গে শাকিব খান বলেন, যে মানুষগুলো আমাকে সবসময় ভালোবাসেন এবং রঙিন রঙ দিয়ে যারা আশেপাশে সব কিছু রাঙিয়ে তুলছে তাদের মিলন মেলায় আমার উপস্থিতি বাড়তি মাত্রা যোগ করবে বলে মনে করেছি বলেই সেখানে গিয়েছি। তাদের আথিতেয়তা, আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে।

এ প্রসঙ্গে তানজিল বলেন, তাদের সঙ্গে প্রায় ১০ বছরের পরিচয়ের মাঝে শাকিব খানকে মঞ্চে খুব কম পেয়েছি কিন্তু মিমকে নিয়ে প্রায়ই কাজ করা হয়। এই প্রথমবার শাকিব খান কোনো কর্পোরেট অনুষ্ঠানে অংশ নিলেন যা আমার এবং ঈগলস ড্যান্স কোম্পানির জন্য অনেক বড় একটি প্রাপ্তি।

রাত সাড়ে আটটা দিকে শাকিব খান রোমাঞ্চ সৃষ্টি করে মঞ্চে আসেন। এরপর তার জনপ্রিয় গানে পারফর্ম করেন। শাকিব যখন মঞ্চে ওঠেন উপস্থিত হাজারও দর্শকের করতালিতে পুরো অনুষ্ঠান মুখরিত হয়ে ওঠে। তারপর শাকিবের সঙ্গে মঞ্চে যোগ দেন বিদ্যা সিনহা সাহা মিম। তারা একে একে ‘নম্বর ওয়ান শাকিব খান’, ‘হেইলা দুইলা নাচ’, ‘সম্রাট’, ‘কি জাদু করিলা’ ও ‘দেবো ষোল আনা’ গানে একসঙ্গে পারফর্ম করেন। তাদের সঙ্গ দিয়েছে ঈগলস ড্যান্স কোম্পানির সদস্যরা।

শাকিব- মিম ছাড়াও অনুষ্ঠানে তানজিলের কোরিওগ্রাফিতে পারফর্ম করেন এ সময়ের জনপ্রিয় ৪ মডেল কন্যা রুমা, মারিয়া, লিন্ডা এবং মিয়ামসহ আরো অনেকে। বার্জার সুপ্রিম এর মনোমুগ্ধকর অনুষ্ঠানে নাচ ও গান ছাড়াও ফ্যাশন শো কোরিওগ্রাফি করেছেন ইমু হাসমি যেখানে শো স্টপার ছিলেন তারিন জাহান এবং গান গেয়ে দর্শকের মন জয় করেছেন ইমরান মাহমুদুল এবং ঐশী।

বাংলাদেশ সময়: ২২:৫৬:৩১   ২৫৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ফটোগ্যালারী’র আরও খবর


প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
বিভাগীয় পর্যায়ে লোক ও উচ্চাঙ্গ নৃত্যে ভোলার মেয়ে অহনার ১ম স্থান অর্জন
রেজিলিয়েন্ট হোমস্টেট এন্ড লাইভলিহুড সাপোর্ট টুদ্যা ভারনালেবল কোস্টাল পিপল অব বাংলাদেশ শীর্ষক আলোচনায়ভোলায় দুর্যোগের সম্মুখিন হওয়া মানুষদের বাদ দিয়ে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: জেলা প্রশাসক
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমি প্রতিজ্ঞাবদ্ধ: মোহাম্মদ ইউনুস
উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ মনপুরায় শেষ দিনে ৯ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল ॥
ভোলায় লাশ গোসলের আধুনিক স্থাপনা গড়ে তোলা হবে: জেলা প্রশাসক
মনপুরায় দুর্যোগ বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত ॥
ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন

আর্কাইভ