ভোলায় বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ’র শোডাউন

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ’র শোডাউন
মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০১৬



---ভোলা বাণী ডেক্স: শোডাউনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান সাবেক সাংসদ ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থকে ভোলায় স্বাগত জানিয়েছে দলীয় নেতাকর্মীরা। গতকাল সোমবার সকালে কয়েকশত মোটরসাইকেল সহ ভোলার ভেদুরিয়া ঘাট থেকে তাকে বরন করে শহরের উকিল পাড়াস্থ শান্ত নীড়ে পৌছে দেয়। দলীয় ব্যানার-ফেস্টুন বহন করে প্রায় দুই কিলোমিটার জুড়ে মোটর সাইকেল ও হরেক রকমের যানবাহনের বিশাল রাজকীয় শোভাযাত্রার মাধ্যমে নেতাকর্মীরা আন্দালিভ রহমান পার্থকে নিয়ে ভোলা শহর প্রদক্ষিন করেন।
এ সময় দলীয় নেতকর্মীদের উদ্দেশ্যে ব্যারিস্টার পার্থ এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, জনগণ যেভাবে আমাদেরকে স্বাগত জানায়, তাতে সরকার গণতান্ত্রিক পদ্ধতিতে যদি আগামী নির্বাচন দেয়া হয় তা হলে জনগণের রায় আমাদের পক্ষেই আসবে। এ সময় তিনি আগামী নির্বাচন অবাদ সুষ্ঠু ও নিরপেক্ষ করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিজেপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম রতন, সাংগঠনিক সম্পাদক মোতাছিম বিল্লাহ, সদর থানা বিজেপির আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন খসরু, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি গোলাম হোসেন, যুব সংহতির সহসভাপতি মাইনুল ও অনুপম দত্ত, ছাত্রসমাজের সভাপতি আনোয়ার হোসেন, সম্পাদক কামাল উদ্দিন সর্দার এবং সদর ছাত্রসমাজের সভাপতি টিমন প্রমূখ।
এদিকে বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থর ব্যাপক শোডাউনের মধ্য দিয়ে ভোলায় আগমনে বিভিন্ন মহলে আলোচনা ও দলীয় নেতকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সময়: ৯:৫২:৩৮   ৫৫০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


রেজিলিয়েন্ট হোমস্টেট এন্ড লাইভলিহুড সাপোর্ট টুদ্যা ভারনালেবল কোস্টাল পিপল অব বাংলাদেশ শীর্ষক আলোচনায়ভোলায় দুর্যোগের সম্মুখিন হওয়া মানুষদের বাদ দিয়ে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: জেলা প্রশাসক
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমি প্রতিজ্ঞাবদ্ধ: মোহাম্মদ ইউনুস
উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ মনপুরায় শেষ দিনে ৯ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল ॥
মনপুরায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরন ॥
মনপুরায় কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে অবহিতকরন সভা অনুষ্ঠিত
উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল
দক্ষিণ আইচায় ধান ক্ষেতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
চরফ্যাশনে পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
ভোলায় লাশ গোসলের আধুনিক স্থাপনা গড়ে তোলা হবে: জেলা প্রশাসক
ভোলায় বর্জপাতে কৃষকের মৃত্যু

আর্কাইভ