২৫ জানুয়ারী কুকরীতে ইকো পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি

প্রথম পাতা » চরফ্যাশন » ২৫ জানুয়ারী কুকরীতে ইকো পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি
মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০১৮



মিজান নয়ন,চরফ্যাশন অফিস,ভোলা বানী॥
ভোলার পর্যটন দ্বীপ চরফ্যাশনের চরকুকরী-মুকরীতে ইকো-পার্ক নির্মান কাজ উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ বৃহষ্পতিবার সকালে আইল্যান্ড অফ ভোলা খ্যাত দ্বীপকন্যা কুকরী-মুকরীতে ইকো-পার্ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে উপজেলা প্রশাসন সুত্রে জানাগেছে। ইকো-পার্কটির নির্মান কাজ সম্পন্ন হলে পর্যটন ক্ষেত্রে চরফ্যাশনে নতুন মাত্রার যোগ করবে। রাষ্ট্রপতির আগমন উপলক্ষে কুকরী-মুকরীকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে। উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে দ্বীপের সর্বস্তরের লোকজনের মাঝে।
১৯৭৩ সালের ১৩ ডিসেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কুকরী-মুকরী সফর কালে প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হন। তখন দ্বীপটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন। পর্যটন কেন্দ্র গড়ে তোলার বঙ্গবন্ধুর স্বপ্নের সেই সুদূর প্রসারী চিন্তার ধারাবাহিকতায় কুকরী-মুকরীতে ইকো-পার্ক’র যাত্রা শুরু হতে যাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
কুকরী-মুকরী ইউপি চেয়ারম্যান ও চরফ্যাশন প্রেসক্লাব সভাপতি হাসেম মহাজন জানান, ইকো-পার্কে বঙ্গবন্ধুর ম্যুরাল, হরিণ প্রজনন কেন্দ্র, ১শ’ ফুট উচ্চতার ওয়াচ টাওয়ার, শিশুদের জন্য বিভিন্ন ধরনের রাইড, ম্যানগ্রোভ বাগানের অভ্যন্তরে ওয়াক ওয়ে, বাগানের খাল আর সাগর কূলে নৌ বিহারের জন্য আধুনিক নৌ-যানসহ পর্যটকদের মনোরঞ্জনের জন্য নানান আধুনিক সুযোগ সুবিধা থাকবে । এজন্য ৫ মেঘাওয়াট ক্ষমতার সৌর বিদ্যুৎ প্লান্ট স্থাপন করা হবে। পার্ক নির্মানে প্রায় ১১ কোটি টাকা সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে । পর্যটকদের জন্য ১০ কোটি টাকা ব্যয়ে ফোর স্টার মানের আধুনিক রেষ্টহাউজ নির্মাণ করা হয়েছে। শীতাতাপ নিয়ন্ত্রিত এই রেষ্টহাউজে হেলিপ্যাড, টেনিস কোর্ট এবং সুইমিংপুল আছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বুধবার এই রেষ্টহাউজে রাত্রীযাপন করবেন বলে জানা গেছে। চরফ্যাশন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক প্রভাষক মনির উদ্দিন চাষী জানান,চরফ্যাশনের দক্ষিণে সাগর মোহনার বিচ্ছিন্ন দ্বীপ কুকরি-মুকরি, তারুয়া সৈকত, সোনার চর, নারিকেল বাগান, ঢালচর  প্রকৃতির অপার সৃষ্টি। এসব স্পটগুলো অনেক আগ থেকেই ভ্রমণ বিলাসিদের কাছে আকর্ষনীয় হয়ে উঠেছে। পাশাপাশি চরফ্যাশন সদরের জ্যাকব টাওয়ার,শিশুপার্ক এবং ফ্যাশন স্কয়ার নতুন মাত্রা যোগ হয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ প্রতিনিয়ত এসব দেখতে আসছেন । বুধবার দুপুরে রাষ্ট্রপতি মো.আব্দুল হামিদ চরফ্যাশন পৌঁছে উপজেলা সদরে নির্মিত দক্ষিণ-পূর্ব এশিয়ারার সুউচ্চ ‘জ্যাকব ওয়াচ টাওয়ার’ উদ্বোধন করবেন। পরে চরফ্যাশন টিবি স্কুল মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথির ভাষন দিবেন রাষ্ট্রপতি। সুধী সমাবেশ থেকে চরফ্যাশনের অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ, রহিমা ইসলাম কলেজ, চরফ্যাশন অধ্যক্ষ নজরুল ইসলাম টিসার্স ট্রেনিং কলেজ-এর একাডেমিক ভবন, এওয়াজপুর-রসূলপুর মৈত্রি সেতু উদ্বোধন করবেন রাষ্ট্রপতি।

বাংলাদেশ সময়: ২৩:৪০:২১   ৪৫৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে ঈদের আগে পাকা ঘর পেলেন ভূমিহীন ৩৭০ পরিবার
চরফ্যাশনে ২০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চরফ্যাশনে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি
অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞায় দুর্দশায় জেলেরা
চরফ্যাশনে বাবার লাশ দাফনে সন্তানদের আপত্তি নির্ধারিত সময়ে জানাজা হয়নি, সমঝোতার চেষ্টা

আর্কাইভ