বোরহানউদ্দিনে পাঠ্যপুস্তক উৎসব-২০১৮ ।। নতুন বই হাতে পেয়ে আনন্দে কোমলমতি শিক্ষার্থীরা

প্রথম পাতা » প্রধান সংবাদ » বোরহানউদ্দিনে পাঠ্যপুস্তক উৎসব-২০১৮ ।। নতুন বই হাতে পেয়ে আনন্দে কোমলমতি শিক্ষার্থীরা
সোমবার, ১ জানুয়ারী ২০১৮



---আবদুল মালেক।।ভোলাবাণী।। বোরহানউদ্দিন প্রতিনিধি।।

সারা বাংলাদেশের সাথে একযোগে ভোলা বোরহানউদ্দিন উপজেলায় পাঠ্যপুস্তক উৎসব ২০১৮ এর আয়োজন করা হয়। সোমবার সকাল ১১টায় বোরহানউদ্দিন হাইস্কুল মাঠে উপজেলা নির্বাহি কর্মকর্তা মো: আ: কুদদূসের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে এ বই উৎসবের শুভ উদ্বোধন করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি। তিনি প্রধান অতিথি’র বক্তব্য বলেন, বিনামূল্য একজোটে এত শিক্ষার্থীদের হাতে নতুন বছরের প্রথম দিন বই তুলে দেয়া ইতিহাসে বিরল। জননেত্রী শেখ হাসিনা শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে সব সময় ভাবেন। শিক্ষা ছাড়া কোন জাতি মাথা উচু করে দাঁড়াতে পারে না। তাই বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে ব্যাপক গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। প্রধান মন্ত্রী শেখ হাসিনা একজন মমতাময়ি মা। তাইতো তিনি দেশের মানুষের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে। তিনি আরোও বলেন, বর্তমান সরকার সরকারী প্রাথমিক বিদ্যালয় কম্পিউটার দিয়ে ডিজিটালের নতুন মাত্রা যোগ করেছেন। শিক্ষার্থীরা প্রাথমিক থেকেই কম্পিউটার সম্পের্কে ধারণা নিতে পারবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি মো: জসিম উদ্দিন হায়দার, আ’লীগ নেতা আলহাজ্ব মো: জাফরুল্লাহ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব জসিম উদ্দিন প্রমূখ সহ শিক্ষক মন্ডলি, শিক্ষার্থী বৃন্দ ও অভিভাবক বৃন্দ। এর পর বোরহানউদ্দিনে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে ৭৪ টি নতুন ল্যাপটপ তুলে দেন। এছাড়াও সকাল ১০টায় উপজেলা প্রশাসন স্কুলের শুভ উদ্বোধন করেন তিনি। উপজেলায় প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসায় স্বস্ব প্রতিষ্ঠানে বই উৎসবের আয়োজন করা হয়। নতুন বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে আনন্দে মেতে উঠেন কোমলমতি শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ২০:০২:৪৬   ২৮৩ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


বাংলার প্রথম ‘ম্যাট্রিক পাস’ কারা ছিলেন?
রেজিলিয়েন্ট হোমস্টেট এন্ড লাইভলিহুড সাপোর্ট টুদ্যা ভারনালেবল কোস্টাল পিপল অব বাংলাদেশ শীর্ষক আলোচনায়ভোলায় দুর্যোগের সম্মুখিন হওয়া মানুষদের বাদ দিয়ে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: জেলা প্রশাসক
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমি প্রতিজ্ঞাবদ্ধ: মোহাম্মদ ইউনুস
উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ মনপুরায় শেষ দিনে ৯ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল ॥
মনপুরায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরন ॥
মনপুরায় কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে অবহিতকরন সভা অনুষ্ঠিত
উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল
দক্ষিণ আইচায় ধান ক্ষেতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
চরফ্যাশনে পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
ভোলায় লাশ গোসলের আধুনিক স্থাপনা গড়ে তোলা হবে: জেলা প্রশাসক

আর্কাইভ