চরফ্যাশনে সাবেক এমপি নাজিম উদ্দিন আলমের বাসায় যুবলীগের হামলা ॥ হোন্ডায় অগ্নিসংযোগ॥ আহত-১৫

প্রথম পাতা » প্রধান সংবাদ » চরফ্যাশনে সাবেক এমপি নাজিম উদ্দিন আলমের বাসায় যুবলীগের হামলা ॥ হোন্ডায় অগ্নিসংযোগ॥ আহত-১৫
সোমবার, ১ জানুয়ারী ২০১৮



---আদিল হোসেন তপু
।।ভোলাবাণী
ভোলার চরফ্যাশনে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন কালে সাবেক এমপি নাজিম উদ্দিন আলম এর বাসায় উপজেলার যুবলীগ এর এক দল উশৃঙ্গল নেতৃবিন্দ হামলা চালায়। এই ঘটনায় উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সৈকত মালতিয়া সহ অন্তত্য -১৫ জন আহত ও ৩ টি মোটর বাইক পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটে।
এই ঘটনায় উপজেলা বিএনপির পক্ষ থেকে চরফ্যাশন থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। ঘটনার পর থেকেই চরফ্যাশন বাজারে এখন থমথমে বিরাজ করছে। ছাত্রদলের নেতৃবিন্দরা এই ঘটনার সাথে জড়িতো দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করে ।
সন্ধ্যায় ভোলা জেলা বিএনপি অফিসে সাবেক এমপি নাজিম উদ্দিন এর বাসায় ছাত্রদলের শান্তিপূর্ণ পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে হামলার ঘটনায় তীব্র নিন্দাও ক্ষোভ প্রকাশ করে।
ঘটনার সূত্রে জানাযায় যে, ছাত্রদলের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে চরফ্যাশন উপজেলা ছাত্রদলের সভাপতি শেখ নোমান এর নেতৃত্বে (চরফ্যাশন-মনপুরার) সাবেক এমপি নাজিম উদ্দিন আলম এর বাসায় শান্তিপূর্ন পরিবেশে আলোচনা সভা ও কেক কাটা অনুন্ঠানের আয়োজন করে।
কিন্তুু দুপুরের দিকে হঠাৎ করে উপজেলা যুবলীগের এর যুগ্ন-সম্পাদক বিপ্লব এর নেতৃত্বে এক দল সন্ত্রাসী বাসায় অতির্কিত হামলা চালায়। হামলাকারীরা বাসভবনের জানালার কাচঁ ভাঙচুর ও বাসার সামনে থাকা তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে চরফ্যাশন থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এসময় তারা ছাত্রদলের অন্তত্য -১৫ জনকে নেতাকর্মীকে আহত হয়। এসময় তারা ৩ মটোরবাইকে আগুন দড়িয়ে দেয়। পরে নাজিম উদ্দিন আলমের বাসায় ভাংচুর করে। এই সময় ছাত্রদলের নেতা কর্মীরা প্রতিহত করতে গেলে তাদেরকে দেশীয় অস্ত্রর মুখে পড়ে অনেকেইআহতহয়।
আহতরাহলেন-সৈকতমালতিয়া,জুয়েল,আলমাছ,ইয়াছিন,রিয়াজ,কামাল,হাছনাইন ভূইয়া,শামীম,সুমন,তানিম সহ আরো অনেকে। আহতদের চরফ্যাশন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। চরফ্যাশন উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়াজানায় , আমরা চরফ্যাশন থানা থেকে অনুমতি নিয়ে নাজিম উদ্দিন আলমের বাসভবনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করার আয়োজন করি। অনুষ্ঠান শেষ হওয়ার আগ মূর্হতে যুবলীগের কয়েকজন কর্মী হঠাৎ বাসভবনে হামলা চালায় ও আগুন দেয়।তবে যুবলীগের যুগ্ন-সম্পাদক বিপ্লব জানায়, আমি কোন ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে হামলা করিনি। আমি আমার স্ত্রী চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছি। মূলত বিএনপির অভ্যান্তরীন কোন্দলের জের ধরেই এই ঘটনা ঘটতে পারে বলে তিনি মনে করেন। চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. এনামুল হক হামলা ও আগুনের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:২৮:৪২   ৯৩১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
এ কে ফজলুল হককে কেন ‘শেরে বাংলা’ বলা হয়?
জাতীয় পর্যায়ের লোকনৃত্য প্রতিযোগীতায় ভোলার মেয়ে স্বস্তিকার ২য় স্থান অর্জন
ভোলায় ইসতিসকার নামাজ আদায়
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ভোলায় তীব্র প্রবাহে অস্থির জনজীবন
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ
দেশ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত কংগ্রেস: নরেন্দ্র মোদি
ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার খালের উপর ব্রিজ নির্মানের দাবী মনপুরাবাসীর ॥

আর্কাইভ