কৃষকের কাঁচা ধানে মই দিবে লাঠিয়াল বাহিনী

প্রথম পাতা » দক্ষিণ আইচা » কৃষকের কাঁচা ধানে মই দিবে লাঠিয়াল বাহিনী
সোমবার, ৬ নভেম্বর ২০১৭



---

এইচ,আর,চৌধুরী,জাহিদ ।।ভোলাবাণী।। বিশেষ প্রতিনিধি: আর ক’দিন পর থেকে শুরু হবে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার কৃষি অদিপ্তরের তথ্য অনুযায়ী ৭৬ হাজার একর জমিতে রোপা আমন ধান কাটার উৎসব। কৃষক পরিবারে দিনরাত ভর ধান দিয়ে চলবে পিঠা পায়েস তৈরী করার ব্যাস্থতা। সময় কাটবে কৃষানীদের আনন্দ উল্লাসে। কিন্তু ভোলার চরফ্যাশনের আমনের মৌ মৌ গন্ধে লাঠিয়াল বাহিনীদের চোখ টাটাচ্ছে বলে কৃষকদের মনের মলিন হয়ে রয়েছে । আমনের বাম্পার ফলনের কারনে কৃষকদের মনে আনন্দ থাকলেও শংকিত লাঠিয়াল বাহিনীদের ভয়ে কৃষকরা।
অনেক চাষী রাত জেগে ধান পাহারা দিচ্ছে এখন থেকেই। ভুমিদস্যুদের মোক্ষম সময় কৃষকের আমনের ফসল নিজ ঘরে তোলার মাধ্যমে নিজ দখলে চলে আসে জমি।এমন অভিযোগ করেছেন মুজিব নগরের ১২শত একর জমির ২৫০ জন মালিকের পক্ষে রুবেল সর্দার, জুয়েল সদার। তারা জানান, ভুমিদস্যুরা জমি দখল করতে গিয়ে জেলার বিভিন্ন জায়গা থেকে নামকরা লাঠিয়াল বাহিনী ভাড়ায় আনেন চুক্তির মাধ্যমে। এছাড়া বিছিন্ন ইউনিয়ন হওয়ার কারনে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই ফসল কেটে নিয়ে যায়।
তাদের ১২শত একর জমির মধ্যে অর্ধেকের কম জমি বর্তমানে তাদের দখলে রয়েছে বলে জানিয়েছেন। জমি দখল করতে গিয়ে লাঠিয়াল বাহিনী ইতিপূর্বে জেলার র্¯úশকাতর অবিভক্ত চরফ্যাসন উপজেলার কলমী’র বিছিন্ন দ্বীপে হত্যা, ধর্ষণ, গুম, এ্যাসিড নিক্ষেপ,মামলা হামলা করে কৃষক পরিবারদের সর্বশান্ত করার অভিযোগ রয়েছে কৃষকদের।
চরফ্যাসন উপজেলায় দায়িত্বরত ৩টি থানার অফিসার ইনচার্জদের সাথে মোবাইলে এ বিষয়ে আলাপ করলে তারা জানান, বর্তমানে লাঠিয়াল বাহিনী’র তালিকা তাদের কাছে নেই তবে চরফ্যাসন উপজেলার বিভক্ত থানা শশীভূষনের সাবেক অফিসার ইনচার্জ রেজাউল করিম জানালেন দক্ষিণ আইচা থানার ৫টি ইউনিয়নের মধ্যে নজরুল নগর,মুজিব নগর ও চর মানিকা ভুমিদস্যুদের দখলে। চরমানিকা ইউনিয়নে একই ব্যাক্তি’র দখলে রয়েছে ১২ শত একর জমি। মুজিবনগর ইউনিয়নে ১২ শত একর এবং নজরুল নগর ইউনিয়নে ৪৫০ একর জমি জোর পূর্বক দখল করার অভিযোগে আদালতে মামলা চলমান রয়েছে বলে কৃষকরা জানিয়েছেন।
দক্ষিণ আইচা থানা পুলিশ লাঠিয়াল বাহিনীদের বিষয়টি অস্বীকার করে বলেছেন তাদের কাছে এমন কোন তথ্য জানা নেই। চর কচ্ছপিয়ার এক লাঠিয়াল বাহিনী প্রধান পানি উন্নয়ন বোর্ড ২ এর জমি দখল করে আলোচিত হয়েছেন বলে এলাকা সূত্রে জানা গেছে। তার বিরুদ্ধে জমির দলিল জাল জালিয়াতির অভিযোগ প্রমানিত হওয়ায় চরফ্যাশন আদালত স্বস্ত্রীক আলাউদ্দিনকে ২ বছর কারাদন্ড প্রদান ও করেছে।

বাংলাদেশ সময়: ২০:৪৫:৩৭   ৩৭৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দক্ষিণ আইচা’র আরও খবর


দক্ষিণ আইচায় ২৫ বছর করে দণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার
দক্ষিণ আইচায় স্কুল ছাত্র নয়নের রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত লঞ্চ ভাসছে পানিতে
দক্ষিণ আইচায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত
ভোলায় ২৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করেছ
দক্ষিণ আইচায় প্রতিপক্ষের হামলায় দুই নারী আহত
দুই চেয়ারম্যানের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত
চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব উদযাপন
১২ বছর পালিয়ে থেকে ও শেষ রক্ষা পেলেন না নুর মোহাম্মদ
দক্ষিণ আইচায় নৌকার প্রার্থী এমপি জ্যাকব এর উঠান বৈঠক
দক্ষিণ আইচায় এক স্কুল ছাত্রীকে অপহরণ, মুচলেকায় মুক্তি

আর্কাইভ