হাজারীগঞ্জে মৎস্য জীবিলীগের কাউন্সিল সভায় ৩টি ওয়ার্ড কমিটি গঠন

প্রথম পাতা » প্রধান সংবাদ » হাজারীগঞ্জে মৎস্য জীবিলীগের কাউন্সিল সভায় ৩টি ওয়ার্ড কমিটি গঠন
বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭



---মিজান নয়ন,চরফ্যাশন অফিস,ভোলা বানী॥
বাংলাদেশ আওয়ামী মৎস্য জীবিলীগের হাজারীগঞ্জ ৪,৫এবং ৬ নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার হাজারীগঞ্জ ইউনিয়নের খেঁজুর গাছিয়া ঘাটে জনাকির্ন কাউন্সিল সভায় এসকল ওয়ার্ড কমিটির সভাপতি ও সম্পাদক গনের নাম ঘোষনা করা হয়। হাজারীগঞ্জ ইউনিয়ন মৎস্য জীবি লীগ সভাপতি মো.সাজাহান এর সভাপতিত্বে কাউন্সিল সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  চরফ্যাশন উপজেলা মৎস্য জীবিলীগের সভাপতি শফি উল্যাহ পলোয়ান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সদস্য সাহাবুদ্দিন মঞ্জু, উপজেলা মৎস্য জীবিলীগের  সিনিয়র সহ সভাপতি আব্দুল করিম মুন্সি ও সাধারণ সম্পাদক মো.মফিজুল ইসলাম মিয়া ।
কাউন্সিল সভায় বাংলাদেশ আওয়ামী মৎস্য জীবিলীগ হাজারীগঞ্জ ৪নং ওয়ার্ড কমিটির সভাপতি পদে শাহাবুদ্দিন সিকদার এবং সাধারণ সম্পাদক পদে আলমগীর মাঝি। ৫নং ওয়ার্ড কমিটির সভাপতি পদে মো.হোসেন মাঝি এবং সাধারণ সম্পাদক পদে মো.ফরিদ বেপারী। ৬নং ওয়ার্ড কমিটির সভাপতি পদে আবদুল মন্নান মাঝি এবং সাধারণ সম্পাদক পদে আলমগীর মাঝির নাম ঘোষনা করেন উপজেলা  মৎস্য জীবিলীগের সাধারণ সম্পাদক মো.মফিজুল ইসলাম মিয়া । এসময় উপজেলা মৎস্য জীবিলীগের সাংগঠনিক সম্পাদক মো.ফিরোজ আলম,প্রচার সম্পাদক মো.ফিরোজ, পৌর মৎস্য জীবিলীগের সাধারণ সম্পাদক মো.ইউছুফ ও যুগ্ম সাধারণ সম্পাদক মো.সাইফুল ইসলাম আরজুসহ মৎস্য জীবিলীগ হাজারীগঞ্জ ইউনিয়নের ৩টি ওয়ার্ড কমিটির পদ প্রত্যাশি এবং তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:০৯:২৯   ৪৭৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি থাকলেও ভোলায় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি পাচ্ছেন না গ্রাহকরা।
লালমোহনে জাগোনারী’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত
দুই মাসের নিষেধাজ্ঞার পর ভোলায় মধ্যরাত থেকে মাছ শিকারে নামবেন জেলেরা
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আরও ইউরোপীয় দেশ
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার
গুজবে কেউ কান দেবেন নাঅটো চেয়ারম্যান হওয়ার দিন শেষ জনগনের ভোট লাগবে: মোহাম্মদ ইউনুছ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ৫ জন ॥ মোট প্রার্থী ১১ জন
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

আর্কাইভ