আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশি হাফেজ “আব্দুল্লাহ আল মামুন”

প্রথম পাতা » ইসলাম ও ধর্ম » আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশি হাফেজ “আব্দুল্লাহ আল মামুন”
বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭



---

।ভোলাবাণী।। সৌদি আরবে অনুষ্ঠিত ‘কিং আব্দুল আজিজ আল সৌদ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায়’ প্রথম হয়েছেন বাংলাদেশি হাফেজ আব্দুল্লাহ আল মামুন। মোট ৭৩টি দেশের মধ্যে এ কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন তিনি।

এই নিয়ে তৃতীয়বারের মতো বিশ্বসেরা হাফেজ হলেন কুমিল্লা মুরাদনগর উপজেলার সন্তান হাফেজ আব্দুল্লাহ আল মামুন। এর আগে ২০১৪ সালের জুলাই মাসে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় এবং এ বছরের এপ্রিল মাসে মিশরের রাজধানী কায়রোতে ৫৫টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত ২৪তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথমস্থান অজর্ন করেন তিনি। এ ছাড়া ২০১৬ সালে দুবাইয়ে অনুষ্ঠিত ২০তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছিলেন তিনি।

আন্তর্জাতিক এ কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে উস্তাদ হাফেজ কারী নাজমুল হাসানের সঙ্গে গত ৩ অক্টোবর (মঙ্গলবার) সৌদি আরব যান আবদুল্লাহ আল মামুন ও হাফেজ নাঈমুল হক সাদী। হাফেজ আব্দুল্লাহ আল-মামুন ৩০ পাড়া গ্রুপে এবং হাফেজ নাঈমুল হক সাদী ১৫ পারা গ্রুপে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় সেরা হাফেজ নির্বাচিত মামুন রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচাস্থ তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদরাসার ছাত্র এবং কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের আবুল বাশারের ছেলে।

বাংলাদেশ সময়: ২০:৪৭:১৪   ২৯৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ইসলাম ও ধর্ম’র আরও খবর


নারীরা যেভাবে ইতেকাফ করবেন
পবিত্র মাহে রমজানের ৮ সুন্নত
আল্লাহর যেসব হক আদায় করা মুমিনের কর্তব্য
তুরাগতীরে দেশের বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত
আতিথেয়তায় আল্লাহর অনুগ্রহ মিলে যেভাবে
লিবিয়ায় মুসলিম বিজয়ের ইতিহাস
আজ ইসলামী চিন্তাবিদ মাওলানা মোঃ হাবিবউল্লাহ’র ৩য় মৃত্যুবার্ষিকী
কাদের জন্য ওমরাহ , এর ফজিলত ও কবুল হওয়ার শর্ত
ধর্মীয় সম্প্রীতির নতুন ভুবন: আমিরাতে একই কমপ্লেক্সে মসজিদ-গির্জা-সিনাগগ
পবিত্র হজ আজ লাব্বাইক ধ্বনিতে মুখর হবে আরাফাতের ময়দান

আর্কাইভ