আইসিসির ২০১৬ সালের সেরা উদীয়মান খেলোয়াড় মুস্তাফিজ

প্রথম পাতা » খেলাধূলা » আইসিসির ২০১৬ সালের সেরা উদীয়মান খেলোয়াড় মুস্তাফিজ
বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০১৬



---ভোলা বাণী: আইসিসি ২০১৬ সালের সেরা উদীয়মান খেলোয়াড় হিসেবে বেছে নিয়েছে বাংলাদেশের ফাস্ট বোলার সেনসেশন মুস্তাফিজুর রহমানকে। প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে কোনো আইসিসি পদক জিতলেন মুস্তাফিজ।

আইসিসির অ্যাওয়ার্ড দেয়ার জন্য ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর থেকে ২০১৬ সালের ২০ সেপ্টেম্বর পর্যন্ত সময়টি বিবেচনায় নিয়েছে। এই সময়ে মুস্তাফিজ তিনটি ওয়ানডে খেলে ৮টি উইকেট নিয়েছেন এবং ১০টি টি টোয়েন্টিতে নিয়েছেন ১৯ উইকেট। সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হওয়ার পরে মুস্তাফিজুর বলেছেন, এই অ্যাওয়ার্ড আমার বছরের সেরা পুরস্কার এবং সামনের দিনগুলোতে আরো ভালো খেলার জন্য অনুপ্রেরণা দেবে। প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসি অ্যাওয়ার্ড জিততে পেরে আমি অনেক আনন্দিত ও গর্বিত।

আন্তর্জাতিক ক্রিকেট খেলাই তার আজন্ম স্বপ্ন ছিল উল্লেখ করে মুস্তাফিজ বলেন, সব তরুণ খেলোয়াড়ের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে খেলা স্বপ্ন এবং আমার এই স্বপ্ন সত্যি হয়েছে। যার গত কয়েক বছর ধরে আমাকে সমর্থন করে আসছেন তাদেরকে ধন্যবাদ দিতে চাই। প্রতিশ্রুতি দিচ্ছি সামনে যে সুযোগ পাবো তার সর্বোচ্চ সদ্ব্যবহার করার চেষ্টা করবো।

এদিকে দুর্দান্ত বছর কাটানো রবিচন্দ্রন অশ্বিন হয়েছেন আইসিসির বর্ষসেরা ক্রিকেটার ও টেস্ট ক্রিকেটার। বর্ষসেরা ক্রিকেটার গারফিল্ড সোবার্স ট্রফিজয়ী তৃতীয় ভারতীয় অশ্বিন আট টেস্টে ৪৮ উইকেট নিয়েছেন, রানও করেছেন ৩৩৬। এছাড়া ১৯ টি টোয়েন্টিতে নিয়েছেন ২৭ উইকেট। বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন কুইন্টন ডি কক। ১৬ ওয়ানডেতে ৫৬ গড়ে ৭৯৩ রান করেছেন তিনি, সেঞ্চুরি করেছেন ৪টি। আফগানিস্তানের মোহাম্মদ শেহজাদ হয়েছেন সহযোগী দেশের সেরা খেলোয়াড়। নারী ক্রিকেটের সেরা খেলোয়াড় হয়েছেন নিউজিল্যান্ডের সুজি বেনেটস।

বাংলাদেশ সময়: ১৮:৪১:৫২   ১৫০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধূলা’র আরও খবর


ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন
আইপিএলে চতুর্থ দ্রুততম সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড
ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজতামিম-রিশাদ ঝড়ে টাইগারদের সিরিজ জয়
শান্তর সেঞ্চুরি ও মুশফিকের ব্যাটিং নৈপুর্নে সিরিজে এগিয়ে বাংলাদেশ
ভোলায় ক্ষুদে ফুটবলারদের সংবর্ধনা
মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে উদ্যোগে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত ॥
বাংলাদেশ-শ্রীলংকা টি টুয়েন্টিছয় মেরে জয় এনে দিলেন শান্ত
মাহমুদউল্লাহ ও জাকেরের ঝড়ো ব্যাটিংয়েও জিততে পারলো না বাংলাদেশ
ভোলা সরকারি কলেজে আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা বাচাই অনুষ্ঠিত

আর্কাইভ