ভোলাবাণী স্পোর্টস ডেক্স।।
বেঙ্গালুরুর মাঠে তাদেরই বিপক্ষে আইপিএল ইতিহাসের চতুর্থ দ্রুততম সেঞ্চুরি হাঁকালেন ট্রাভিস হেড। ৩৯ বলে তিন অঙ্ক ছোঁন হেড। আইপিএলে দ্রুততম সেঞ্চুরিয়ান ক্রিস গেইল। ২০১৩ সালে ৩০ বলে ওই কীর্তি গড়েন তিনি। ৩৭ ও ৩৮ বলে তিন অঙ্ক ছুঁয়ে তালিকার দুই ও তিনে আছেন ইউসুফ পাঠান ও ডেভিড মিলার।

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ইনিংস উদ্বোধন করতে নেমে শুরু থেকেই হাত খুলে খেলতে থাকেন হেড। প্রথম পাওয়ারপ্লেতে সানরাইজার্স হায়দরাবাদের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ৭৬ রানে। যার ৫২ রানই ছিল হেডের। ২০ বলে তিনি তুলে নেন ফিফটি। পরের ৫০ করতে তার প্রয়োজন হয় ১৯ বল।
সেঞ্চুরির পথে ৯টি চার ও ৮টি ছক্কা হাঁকান ট্রাভিস হেড। অবশ্য সেঞ্চুরির পর ক্রিজে টেকেননি বেশিক্ষণ। বেঙ্গালুরুতে রানের বন্যা বইয়ে দিয়ে ৪১ বলে ১০২ রানে ফেরেন তিনি।
বাংলাদেশ সময়: ২১:১৯:২২ ১৫৭ বার পঠিত | আইপিএল