তেতুঁলিয়া নদীতে অসংখ্য ডুবোচরে লঞ্চ চলাচল ব্যাহত

প্রথম পাতা » বিশেষ প্রতিবেদন » তেতুঁলিয়া নদীতে অসংখ্য ডুবোচরে লঞ্চ চলাচল ব্যাহত
বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০১৬



---ভোলা বাণী : ভোলার তেতুঁলিয়া নদীতে অসংখ্য ডুবোচর ও নাব্যতা সঙ্কটের কারণে ঢাকা টু লালমোহন ও ঘোষেরহাট টু ঢাকা রুটের প্রতিনিয়ত লঞ্চ চলাচল ব্যাহত হচ্ছে। এসকল ডুবোচর ও নাব্যতা সঙ্কটের কারণে অধিকাংশ সময় লঞ্চ ঘাটে ভিড়তে না পাড়ায় ছোট ট্রলারে অতিরিক্ত যাত্রী ও মালামাল বোঝায় করে ঝুঁকি নিয়ে ঘন্টাব্যাপী নদী পাড়ি দিয়ে লঞ্চে ওঠা নামা করতে হয় যাত্রীদের। এতেকরে যাত্রী পরিবহনের পাশাপাশি দক্ষিণাঞ্চলের ব্যবসা-বাণিজ্যসহ সার্বিক অর্থনীতি কর্মকা- ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। নদীনির্ভর এসকল এলাকার অর্থনৈতিক চাকা সচল রাখতে এখনই কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে। অচিরেই এ এসকল রুটে ড্রেজিং করা না হলে নৌযান চলাচল বন্ধ হয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে।

জানা গেছে, প্রতিদিন ঢাকা টু লালমোহন ও ঘোষেরহাট টু ঢাকা রুটে ৪ টি করে মোট ৮টি লঞ্চ মালামাল ও যাত্রী নিয়ে চলাচল করে। এসকল রুটে অসংখ্য ডুবোচর ও নাব্যতা সঙ্কটের কারণে প্রতিনিয়ত লঞ্চ চলাচল ব্যাহত হচ্ছে । প্রায় সময় কোনো না কোনো ডুবো চরে লঞ্চ আটকে পড়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় যাত্রীদের। লঞ্চ একবার আটকে গেলে বিকল্প কোন সড়ক যোগাযোগের ব্যাবস্থা না থাকায় যাত্রীদের ভোগান্তির আর শেষ নেই। শুধু নাব্যতা সঙ্কটই নয়, এই রুটের নদী পথে অনেক স্থানেই প্রয়োজনীয় বয়া ও মার্কার বাতি না থাকার কারণে কুয়াশা ও ভাটার সময়ে লঞ্চ চালাতে বিপাকে পড়তে হয় চালক ও মাস্টারদের। এসকল ডুবোচর ও নাব্যতা সঙ্কটের কারণে অধিকাংশ সময় লঞ্চ ঘাটে ভিড়তে না পাড়ায় ছোট ট্রলারে অতিরিক্ত যাত্রী ও মালামাল বোঝায় করে ঝুঁকি নিয়ে ঘন্টাব্যাপী নদী পাড়ি দিয়ে লঞ্চে ওঠা নামা করতে হয় যাত্রীদের।

লঞ্চ যাত্রী শাহে আলম, হুমায়ূন, খালেক সহ একধিক যাত্রীরা বলেন, বর্ষার সময় নদী ও খালে বেশি পানি থাকায় লঞ্চ চলা চলে তেমন একটা অসুবিধা হয় না। শীত এলেই তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টের ডুবোচর, নাজিরপুর ঘাটের প্রবেশ প্রথ সহ লালমোহন খালের ভেতর ফরাজগঞ্জে বড়ীঁর মাথা, চোটকীর ঘোল,সাতবাড়িয়া ঘোল সহ পুরো খালের লঞ্চ, জাহাজ ও মাল বাহীকার্গূর ঠেকে ঠেকে চলতে হয়। এতে সঠিক সময়ে যাত্রীরা তাদের গন্তব্যে স্থানে পৌছতে পারছেনা। ঢাকা থেকে কাঁচা মাল, ফল, তরুতরকারী ও মাছ সঠিক সময়ে না পোছার কারণে বাজার ধরতে পারছে না এখনকার ব্যবসায়ীরা । লালমোহন ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে বিকাল ৪ টায় লঞ্চ ছেড়ে গেলেও নাজিরপুর ঘাট যেতে ১ ঘন্টার পথে কোথাও আটকে গেলে ৫ ঘন্টায়ও বের হতে পারে না । এতে করে ঢাকার সোয়ারীঘাট, কাপ্তান বাজার, মাছ পাঠাতে গিয়ে লেট হওয়ার কারণে লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয় বলে জানান মৎসব্যবসায়ীরা ।

ঢাকা টু লালমোহন রুটের কর্নফুলি লঞ্চের ইন্সপেক্টর উজ্জ¦ল বলেন, ঘাট থেকে লঞ্চ ছাড়ার পরই তাদের বিড়ম্বনায় পড়তে হয়। নাজিরপুর কয়েকটি ডুবোচর থাকায় অনেক সময়ই লঞ্চের পেছনের অংশ ডুবোচরে আটকে যায়। আবার মাঝে মধ্যে ১০ কিলোমিটার ঘুরেও ঘাটে আসতে হয়। লালমোহন খাল, তেতুঁলিয়া নদীর নাজিরপুর ঘাটের প্রবেশ মুখ ও কয়েকটি ডুবোচর রয়েছে যা দ্রুত ডেজিং করা প্রয়োজন হয়ে পরেছে । তা না হলে যে কোন মূহুতে এ রুটের লঞ্চ চলাচল বন্ধ হয়ে যেতে পারে বলে তিনি ধারণা করেন।

ঢাকা টু ঘোষেরহাট রুটের এমভি রাসেলর-২ মাস্টার মিজান বলেন, এই রুটে কোথাও কোনো বয়া ও বাতি নাই। এ ছাড়া ভাটার সময়ে জাহাজ অনেক স্থানেই ডুবো চরে আটকে যায়। সঠিক সময়ে ঘাট দেওয়া যায় না। তাই আমাদের জোয়ারের উপর নির্ভর করে লঞ্চ চালাতে হয় । আবার ডুবোচর ও নাব্যতা সঙ্কটের কারণে অধিকাংশ সময় লঞ্চ ঘাটে ভিড়তে না পাড়ায় ছোট ট্রলারে অতিরিক্ত যাত্রী ও মালামাল বোঝায় করে ঝুঁকি নিয়ে ঘন্টাব্যাপী পাড়ি দিয়ে লঞ্চে ওঠা নামা করতে হয় যাত্রীদের।

২০১৩ সালের নভেম্বর মাসের ৫ কোটি টাকা ব্যয় করে বিআইডব্লিইটি এই নদী ও খালটি ড্রেজিং করা হলেও বাস্তবে তা বেশি কাজে আসেনি। আবার অনেক স্থানে ড্রেজিং করে পলি নদীতেই ফেলার কারনে আরো নতুন করে ডুবোচরের সৃষ্টি হওয়ায় সিকি পরিমান লাভ হয়নি। এ জন্য বিআইডব্লিউটি এর কিছু অসাধু কর্মকর্তাকেই দায়ী করছেন স্থানীয়রা। তারা বলছেন, নির্ধারিত সময়ে ও নির্ধারিত নিয়মে খনন কাজ না করায় এর সুফল থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। অন্যদিকে আর্থিকভাবে লাভবান হচ্ছেন খনন কাজের সঙ্গে জড়িতরা।

এব্যাপারে বরিশাল বিআইডব্লিউটির নিবার্হী প্রকৌশলী এ.জেড.এম শাহনেওয়াজ বলেন, একটি প্রকল্পের মাধ্যমে এসকল নৌরুটের নদী খনন কাজ করা হবে। তবে কবে নাগাদ তা শুরুকরা হবে তা জানাতে পারেনি তারা। ভুক্তভোগীরা মনে করছেন, সরকারের কঠোর নজরদারি আর সঠিক নিয়মে এসকল রুটের নদী খনন কাজ করা না হলে বন্ধ হয়ে যাবে ওই রুটে লঞ্চ চলাচল।

এঅবস্থায় ড্রেজিং করানা হলে কিছু দিনের মধ্যে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাবে। এতে করে জেলার আমদানি-রপ্তানির বন্ধ হলে বিপদে পড়বেন দক্ষিণ অঞ্চলের সাধারণ মানুষসহ ব্যবসায়ীরা। লঞ্চ স্টাফ, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের দাবি অতি দ্রুত এসকল রুটে ড্রেজিং করে লঞ্চ চলাচল সচল করা হোক।

বাংলাদেশ সময়: ১৭:৫০:৪৪   ২৪৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশেষ প্রতিবেদন’র আরও খবর


দক্ষিণ আইচায় স্কুল ছাত্র নয়নের রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত লঞ্চ ভাসছে পানিতে
দেশে অর্ধেকের বেশি নারীর বাল্যবিয়ে হয়’
টাঙ্গাইল শাড়ি চিনবেন কীভাবে
ভোলায় চলছে জাটকা নিধন ॥ ইলিশের উৎপাদন নিয়ে শঙ্কা
ভোলায় শৈত্যপ্রবাহে হাঁড় কাঁপানো শীতে জনজীবন বিপন্ন
ভোলার বন্ধন হেলথ কেয়ার চালু করল অনলাইন নার্সিং হোম সার্ভিস
দুই গ্রুপের দ্বন্দ্বে স্কুল উধাওচরফ্যাশনে খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদান
পরিবারিক ভ্রমণের জন্য ৪ টিপস
তজুমদ্দিনে সরকারি নলকূপ অকেজো, গরমে তীব্রতায় পানি সংকট।
ভোলায় আরো ৫ কূপ খননের পরিকল্পনাদেশর ২৯তম গ্যাস ক্ষেত্রর মর্যাদা পেয়েছে ইলিশা-১ কূপ।

আর্কাইভ