দৈনিক ইত্তেফাকের ৬৪ বছর পূর্তি উপলক্ষে ভোলা প্রেসক্লাবে বর্নাঢ্য অনুষ্ঠান

প্রথম পাতা » প্রধান সংবাদ » দৈনিক ইত্তেফাকের ৬৪ বছর পূর্তি উপলক্ষে ভোলা প্রেসক্লাবে বর্নাঢ্য অনুষ্ঠান
সোমবার, ২৬ ডিসেম্বর ২০১৬



---ভোলা বাণী: দৈনিক ইত্তেফাকের ৬৪ বছর পূর্তি উপলক্ষে ভোলা প্রেসক্লাবে এক বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে। ইত্তেফাক ভোলা দক্ষিণ প্রতিনিধি অধ্যক্ষ আফসার উদ্দিন বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, দৈনিক আজকের ভোলা সম্পাদক আলহাজ¦ মুহাম্মদ শওকাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সম্পাদক সামস্-উল-আলম মিঠু, সহ-সভাপতি এম. ওমর ফারুক, ভোলার কথা’র সম্পাদক মোকাম্মেল হক মিলন।
আবৃতিকার মশিউর রহমান পিংকুর উপস্থাপনায় আলোচনায় অংশ নেন দৈনিক জনকণ্ঠ ও মাছরাঙ্গা প্রতিনিধি হাসিব রহমান, ৭১ টিভি প্রতিনিধি কামরুল ইসলাম, একুশে টিভি প্রতিনিধি মেজবাহ উদ্দিস শিপু, ফাতেমা খানম মহাবিদ্যালয়ের প্রভাষক রেহানা ফেরদৌস, ভোলা পৌরসভার কাউন্সিলর আতিকুর রহমান ও মোঃ ইউসুফ চিসতিয়া প্রমূখ।
বক্তাগণ মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ইত্তেফাকের ভূমিকাসহ বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানের সাহিত্য ও সংস্কৃতিক কর্মী, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, দৈনিক ভোলার বাণী’র ব্যবস্থাপনা সম্পাদক আমিনুল ইসলাম মঞ্জু খানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণের উপস্থিতিতে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠান শেষে কেক কেটে ইত্তেফাকের ৬৪ বছর পূর্তি পালন করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইত্তেফাক একটি প্রাচীন পত্রিকা। আমাদের বাপ-দাদারা বলতো, ইত্তেফাক না পড়লে তৃপ্তি হয় না। বাংলাদেশ-মুক্তিযুদ্ধ ও ইত্তেফাক এক সূত্রে গাঁথা।
বিশেষ অতিথি প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান বলেন, মনে হচ্ছে আমরা এক মিলন মেলায় উপস্থিত হয়েছি। মুক্তিযুদ্ধের পথ প্রদর্শক দৈনিক ইত্তেফাকের ৬৪ বছর পূর্তি অনুষ্ঠানে সকল সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ৯:৫৮:১৩   ৩৮৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


চরফ্যাশনে পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
ভোলায় লাশ গোসলের আধুনিক স্থাপনা গড়ে তোলা হবে: জেলা প্রশাসক
ভোলায় বর্জপাতে কৃষকের মৃত্যু
ফিলিস্তিনে গণহত্যা প্রতিবাদে ভোলায় ছাত্রলীগের পতাকা উত্তোলন ও পদযাত্রা কর্মসূচি
মনপুরায় দুর্যোগ বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত ॥
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হচ্ছে
ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪রাজাপুরে উপজেলার চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেনের উঠান বৈঠক অনুষ্ঠিত
ভোলার গ্যাস উৎপাদন: বাড়তি খরচে কূপ খনন করতে চায় রাশিয়ার গাজপ্রম
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২৫

আর্কাইভ