বরিশালে দুই জুয়েলারি দোকানে ডাকাতি

প্রথম পাতা » বরিশাল বিভাগীয় সংবাদ » বরিশালে দুই জুয়েলারি দোকানে ডাকাতি
বুধবার, ৫ জুলাই ২০১৭



---।।ভোলাবাণী।।বরিশাল সদর উপজেলার সায়েস্তাবাদ বাজারে দুটি জুয়েলারির দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নিরাপত্তাকর্মীদের অস্ত্র দেখিয়ে হাত-পা বেঁধে দুই জুয়েলারি দোকান থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিরাপত্তাকর্মী লতিফ ও আজাহারকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার মধ্যরাতে সায়েস্তাবাদ বাজারের ‘এইচ আর জুয়েলার্স’ ও ‘লিপি জুয়েলার্স’ নামে দুটি দোকানে এ ঘটনা ঘটেছে।

এইচ আর জুয়েলার্সের মালিক মো. রিয়াজুলের দাবি, দুর্বৃত্তরা দোকানের সাটার ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ দুই লাখ ৭৫ হাজার ৫০০ টাকা ও ৭০ থেকে ৮০ ভরি স্বর্ণ এবং নতুন পুরাতন মিলে ২২০ ভরি রূপা লুট করেছে।

লিপি জুয়েলার্সের মালিক মো. খোকনের দাবি, ৫০ থেকে ৫৫ ভরি স্বর্ণ ও নতুন পুরনো মিলে ৪০০ ভরি রূপা ও নগদ এক লাখ ৩৫ হাজার টাকা ডাকাতরা নিয়ে গেছে।

আটক নিরাপত্তাকর্মী লতিফ ও আজাহার জানান, রাত দেড়টার দিকে ১৫/২০ জন ডাকাতের একটি দল বাজারে প্রবেশ তরে তাদের দুইজনকে অস্ত্র দেখিয়ে মারধর করে বাজারের মধ্যে বেঁধে রেখে ডাকাতির ঘটনা ঘটায়। ডাকাতরা যাওয়ার সময় একটি অটোরিকশা থামিয়ে দুই আরোহীকে মারধর করে তাদের সঙ্গে থাকা দুটি মোবাইল ও নগদ টাকা নিয়ে যায়।

কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুই নিরাপত্তাকর্মীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৫:৪৫:৩৫   ১৮০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বরিশাল বিভাগীয় সংবাদ’র আরও খবর


এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে
রেজিলিয়েন্ট হোমস্টেট এন্ড লাইভলিহুড সাপোর্ট টুদ্যা ভারনালেবল কোস্টাল পিপল অব বাংলাদেশ শীর্ষক আলোচনায়ভোলায় দুর্যোগের সম্মুখিন হওয়া মানুষদের বাদ দিয়ে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: জেলা প্রশাসক
মনপুরায় দুর্যোগ বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত ॥
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২৫
দুই মাসের নিষেধাজ্ঞার পর ভোলায় মধ্যরাত থেকে মাছ শিকারে নামবেন জেলেরা
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
এ কে ফজলুল হককে কেন ‘শেরে বাংলা’ বলা হয়?
ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার খালের উপর ব্রিজ নির্মানের দাবী মনপুরাবাসীর ॥

আর্কাইভ