ঈদের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখরিত সমুদ্র সৈকত কুয়াকাটা

প্রথম পাতা » বরিশাল বিভাগীয় সংবাদ » ঈদের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখরিত সমুদ্র সৈকত কুয়াকাটা
বুধবার, ২৮ জুন ২০১৭



---

।।ভোলাবাণী।। ঈদের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখরিত সমুদ্র সৈকত কুয়াকাটা। রাজনৈতিক পরিবেশ ও আবহাওয়া অনুকূলে থাকায় পাশাপাশি ঢাকা-কুয়াকাটা সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় বিগত বছরগুলোর থেকে এবার কুয়াকাটায় পর্যটকদের উপস্থিতি বেশি বলে জানিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা।

পর্যটকদের উন্মাদনায় সৈকতে আনন্দময় পরিবেশ বিরাজ করছে। কুয়াকাটা রাখাইন মার্কেট, ঝিনুকের দোকান, খাবারঘর, চটপটির দোকানসহ ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে কেনাকাটার ধুম পড়েছে। ঈদের ৩য় দিন বুধবার সকাল থেকে বাস, টেম্পু, প্রাইভেটকার ও মাইক্রোবাসযোগে দলে দলে পর্যটক আসতে শুরু করেন।

নারিকেল বাগান, ইকোপার্ক, জাতীয় উদ্যান, শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার, সীমা বৌদ্ধবিহার, সুন্দরবনের পূর্বাঞ্চল খ্যাত ফাতরার বনাঞ্চল, ফকির হাট, গঙ্গামতির চর, কাউয়ার চর, লেম্বুর চর, শুটকি পল্লী ও সৈকতের জিরো পয়েন্টে শিশু কিশোর যুবক যুবতীসহ নানা বয়সী পর্যটকদের পদভারে সমুদ্র সৈকত কুয়াকাটা এখন মুখরিত।

কুয়াকাটায় আগত পর্যটক অ্যাড. সৈয়দ কিশোর জাগো নিউজকে বলেন, ঈদের ছুটি কাটাতে আমিসহ আমার বন্ধুরা এখানে এসেছি। সত্যি সৈকতের অপরূপ দৃশ্য দেখে অসাধারণ লাগছে।

ঢাকা থেকে স্ব-পরিবারে কুয়াকাটায় ঘুরতে আশা ব্যবসায়ী সোহেল জাগো নিউজকে বলেন, ঈদের ছুটি কাটাতে আমরা এখানে এসেছি। বিচ ও শহরের পরিবেশ ভালো তবে আরও উন্নত হলে ভালো হতো।

আবাসিক হোটেল কিংস এর স্বত্তাধিকারী রানা হাওলাদার জাগো নিউজকে বলেন, পর্যটকদের আগমনে এখানকার হোটেলগুলো কর্মচাঞ্চল্যতা ফিরে পেয়েছে।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরির্দশক মো. হারুন অর রশিদ নিউজকে বলেন, পর্যটকদের নিরাপত্তা দিতে আমাদের পুলিশ বিভিন্ন দর্শনীয় স্পটে টহল দিচ্ছে।

পটুয়াখালী চেস্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি মহিউদ্দিন আহমেদ জাগো নিউজকে বলেন, ঢাকা-কুয়াকাটা সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় বিগত বছরগুলো থেকে এ বছর পর্যটকদের উপস্থিতি বেশি। এবছর ঈদ মৌসুমে পর্যটন শহরকে কেন্দ্র করে শত কোটি টাকার লেনদেন হবে।

তবে বিচ ও পর্যটন শহরের পরিবেশ আরো উন্নত করার দাবি জানিয়েছেন আগত পর্যটকরা।

বাংলাদেশ সময়: ১১:৫৩:০০   ২৮১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বরিশাল বিভাগীয় সংবাদ’র আরও খবর


এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে
রেজিলিয়েন্ট হোমস্টেট এন্ড লাইভলিহুড সাপোর্ট টুদ্যা ভারনালেবল কোস্টাল পিপল অব বাংলাদেশ শীর্ষক আলোচনায়ভোলায় দুর্যোগের সম্মুখিন হওয়া মানুষদের বাদ দিয়ে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: জেলা প্রশাসক
মনপুরায় দুর্যোগ বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত ॥
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২৫
দুই মাসের নিষেধাজ্ঞার পর ভোলায় মধ্যরাত থেকে মাছ শিকারে নামবেন জেলেরা
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
এ কে ফজলুল হককে কেন ‘শেরে বাংলা’ বলা হয়?
ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার খালের উপর ব্রিজ নির্মানের দাবী মনপুরাবাসীর ॥

আর্কাইভ