দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিস প্রধান লিটন বাশারের মৃত্যু, চরফ্যাশনের সাংবাদিকদের শোক

প্রথম পাতা » চরফ্যাশন » দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিস প্রধান লিটন বাশারের মৃত্যু, চরফ্যাশনের সাংবাদিকদের শোক
মঙ্গলবার, ২৭ জুন ২০১৭



নিহত সাংবাদিক লিটন বাসার

মিজান নয়ন ।।ভোলাবাণী।। চরফ্যাশন অফিস॥ বরিশাল প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক, ইত্তেফাকের বরিশাল ব্যুরো প্রধান ও দক্ষিনের মুখ’র সম্পাদক লিটন বাশার সবাইকে কাদিয়ে না ফেরার দেশে চলে গেছেন। (ইন্নাল্লিলাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

আজ মঙ্গলবার সকালে চরমোনাই ভুখাই নগরে তিনি মারা যান।

লিটন বাশার ছিলেন বরিশাল বিভাগের মিডিয়া অঙ্গনের সকলের প্রিয় মুখ। তার মৃত্যুতে বরিশাল জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

লিটন বাশারের পরিবার সুত্রে জানাগেছে, চরমোনাই ভুখাই নগরের নিজ বাড়িতে ঈদ করতে গিয়েছিলেন তিনি। হঠাৎ করেই তিনি চরমোনাই নিজ বাড়িতে বসে অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর। তিনি এক পুত্র ও স্ত্রী রেখে গেছেন।

সাহসী সাংবাদিক লিটন বাসারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত বর্গের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চরফ্যাশন প্রেসক্লাব সভাপতি প্রভাষক আবুল হাসেম মহাজন, সহসভাপতি শহিদুল ইসলাম দুলাল, সম্পাদক প্রভাষক মনির আহাম্মদ শুভ্র, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি এম আবু সিদ্দিক, দিনকাল প্রতিনিধি কামাল মিয়াজী, ইত্তেফাক প্রতিনিধি মিজান নয়ন, যায়যায় দিন প্রতিনিধি নোমান সিকদার,নয়া দিগন্ত প্রতিনিধি কামরুজ্জামান, ইনকিলাব প্রতিনিধি এম আমির হোসেন, জনকন্ঠ প্রতিনিধি এ,আর এম মামুন, বরিশাল আজকাল প্রতিনিধি কামাল গোলদার, বাংলাদেশ সময় প্রতিনিধি এম মাহাবুবুর রহমান, মানব জমিন প্রতিনিধি শাহাবুদ্দিন সিকদারসহ চরফ্যাশনের সাংবাদিকরা।

এছাড়া গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন অনলাইন নিউজ পোর্টাল ভোলাবানী ডট কম-র সম্পাদক খলিল উদ্দিন ফরিদ সহ ভোলাবানী পরিবার এবং ভোলার সকল সাংবাদিকবৃন্দ।

তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৭:১০:২১   ৫০৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
চরফ্যাশনে পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে ঈদের আগে পাকা ঘর পেলেন ভূমিহীন ৩৭০ পরিবার
চরফ্যাশনে ২০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চরফ্যাশনে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি

আর্কাইভ