সিঙ্গাপুরকে ৬-০ গোলে বিধ্বস্ত করল আর্জেন্টিনা

প্রথম পাতা » খেলাধূলা » সিঙ্গাপুরকে ৬-০ গোলে বিধ্বস্ত করল আর্জেন্টিনা
মঙ্গলবার, ১৩ জুন ২০১৭



---

।।ভোলাবাণী।। এদগার্দো বাউজার বিদায়ের পর আর্জেন্টিনার কোচের দায়িত্ব নেন হোর্হে সাম্পাওলি। দায়িত্ব নেয়ার পরই প্রথমে তাকে দিতে হয় ব্রাজিল-পরীক্ষা। কষ্ট করেও হলে সেই পরীক্ষায় পাস করেছেন তিনি। মানে, চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা।

সাম্পাওলির দ্বিতীয় পরীক্ষাটা ছিল আজ মঙ্গলবার। সহজই ছিল। তুলনামূলক দুর্বল দল সিঙ্গাপুরের বিপক্ষে। পরীক্ষার ফলটাও ছিল অনুমিতই। হলো ঠিক তা-ই। লিওনেল মেসিকে ছাড়াই খেলতে নেমে সিঙ্গাপুরকে ৬-০ গোলে বিধ্বস্ত করল আর্জেন্টিনা।

সিঙ্গাপুরের দ্য ন্যাশনাল স্টেডিয়ামে গড়ায় প্রীতি ম্যাচটি। আর্জেন্টিনার আক্রমণভাগের দায়িত্ব পালন করেন পাওলো দিবালা, বিগলিয়া ও অ্যাঙ্গেল ডি মারিয়া। তবে প্রথমার্ধে তারা কেউ গোলের দেখা পাননি।

ম্যাচের ২৫ মিনিটে আর্জেন্টিনাকে লিড এনে দেন ফেদেরিকো ফাজিও। আলেসান্দ্রো গোমেজের পাস ধরে সিঙ্গাপুরের জালে বল জড়ান আর্জেন্টাইন এই ডিফেন্ডার (১-০)।

আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি এসেছে ৩১ মিনিটের মাথায়। এ যাত্রায় সিঙ্গাপুরের জাল কাঁপান জোয়াকুইন কোরিয়া (২-০)। গোলটির জোগানদাতা পাওলো দিবালা।

আর্জেন্টিনার গোল ব্যবধান ৩-০তে পরিণত করেন আলেসান্দ্রো গোমেজ। সফরকারীদের পক্ষে চতুর্থ গোলটি আসে লিওনার্দো পারেদিসের কল্যাণে। লুকাস আলরিওর গোলে আর্জেন্টিনার ব্যবধান বেড়ে দাঁড়ায় ৫-০। সিঙ্গাপুরের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ডি মারিয়া, অতিরিক্ত সময়ে (৯০+৩ মিনিট)।

বাংলাদেশ সময়: ২১:২১:২৮   ১৮৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধূলা’র আরও খবর


ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন
আইপিএলে চতুর্থ দ্রুততম সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড
ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজতামিম-রিশাদ ঝড়ে টাইগারদের সিরিজ জয়
শান্তর সেঞ্চুরি ও মুশফিকের ব্যাটিং নৈপুর্নে সিরিজে এগিয়ে বাংলাদেশ
ভোলায় ক্ষুদে ফুটবলারদের সংবর্ধনা
মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে উদ্যোগে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত ॥
বাংলাদেশ-শ্রীলংকা টি টুয়েন্টিছয় মেরে জয় এনে দিলেন শান্ত
মাহমুদউল্লাহ ও জাকেরের ঝড়ো ব্যাটিংয়েও জিততে পারলো না বাংলাদেশ
ভোলা সরকারি কলেজে আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা বাচাই অনুষ্ঠিত

আর্কাইভ