এমন সময় স্বপ্নকে বেঁধে রাখতে হবে - মাশরাফি

প্রথম পাতা » খেলাধূলা » এমন সময় স্বপ্নকে বেঁধে রাখতে হবে - মাশরাফি
সোমবার, ১২ জুন ২০১৭



---।।ভোলাবাণী।। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলার স্বপ্ন যে বাড়াবাড়ি ছিলো না, তার প্রমাণ হয়ে গেছে। অন্য দলের কাঁধে কিছুটা ভর দিলেও নিউজিল্যান্ডের বিপক্ষে পাওয়া জয়টিই মূলত বাংলাদেশকে শেষ চারের টিকেট এনে দিয়েছে। লক্ষ্য এবার শেষ চারের বাঁধাও পেরোনো। তবে এমন সময় স্বপ্নকে বেঁধে রাখতে বলছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

আইসিসির মর্যাদাপূর্ণ এই আসর শুরুর আগে বাংলাদেশকে নিয়ে স্বপ্ন, আশা আর সম্ভাবনার কথা শুনিয়েছিলেন ক্রিকেট বিশ্বের অনেক ক্রিকেটবোদ্ধা। যে তালিকায় ছিলেন কুমার সাঙ্গাকারা-মাইকেল হাসির মতো কিংবদন্তি ক্রিকেটাররা। বাংলাদেশের মতো করে ভেবেছেন তারাও। তাদের চোখেও এই দলটি লম্বা পথ পাড়ি দেয়ার মতো ছিলো।

হয়েছেও তাই। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির মূল পর্বে খেলতে গিয়েই ইতিহাসে নাম লিখিয়ে নিয়েছে বাংলাদেশ। অনেকে শিরোপা স্বপ্নও দেখতে শুরু করে দিয়েছেন। এ কারণেই ভাবনায় লাগাম দিতে বলছেন মাশরাফি। তিনি বলছেন, ‘কেউ যেন ভাবতে শুরু না করে আমরা চ্যাম্পিয়ন হয়ে গেছি। দলের ক্রিকেটাররা চাপমুক্ত হয়ে খেলতে পারলে খুশি হবো। তাই দয়া করে বাংলাদেশকে এখনই কেউ চ্যাম্পিয়ন বানিয়ে দেবেন না।’

তবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল মাশরাফির কাছে স্পেশাল। এছাড়া ‘এ’ গ্রুপে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দলকে পেছনে ফেলে সেমিফাইনালে ওঠাটা মাশরাফির কাছে বড় সাফল্য। যা তার কাছে বিশ্বকাপের চেয়েও এগিয়ে, ‘এই টুর্নামেন্টে সেরা আট দল খেলছে, অনেক প্রতিদ্বন্দ্বিতা। মানও ভালো। তবে বিশ্বকাপ তো বিশ্বকাপ। নামের ভারই অনেক বেশি। দু’টির একটিকে বেছে নেওয়া কঠিন। তারপরও আমার কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল এগিয়ে।’

মূলত কঠিন গ্রুপে থাকার কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল বিশ্বকাপের চেয়েও এগিয়ে রাখছেন বাংলাদেশ অধিনায়ক। বলছেন, ‘আমি এই সেমিফাইনালকে এগিয়ে রাখছি গ্রুপের কারণে। ‘বি’ গ্রুপে থাকলে হয়তো এগিয়ে রাখতাম না। উপমহাদেশের দলগুলোর গ্রুপে থাকলে আমরা জিততেই পারতাম। এই গ্রুপে একটি ম্যাচ জেতাও খুব কঠিন ছিলো। সেই গ্রুপ থেকে সেমিতে ওঠাটা আমাদের জন্য দারুণ অর্জন।’

বাংলাদেশ সময়: ১২:০৩:০৩   ১৮৩ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধূলা’র আরও খবর


ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন
আইপিএলে চতুর্থ দ্রুততম সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড
ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজতামিম-রিশাদ ঝড়ে টাইগারদের সিরিজ জয়
শান্তর সেঞ্চুরি ও মুশফিকের ব্যাটিং নৈপুর্নে সিরিজে এগিয়ে বাংলাদেশ
ভোলায় ক্ষুদে ফুটবলারদের সংবর্ধনা
মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে উদ্যোগে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত ॥
বাংলাদেশ-শ্রীলংকা টি টুয়েন্টিছয় মেরে জয় এনে দিলেন শান্ত
মাহমুদউল্লাহ ও জাকেরের ঝড়ো ব্যাটিংয়েও জিততে পারলো না বাংলাদেশ
ভোলা সরকারি কলেজে আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা বাচাই অনুষ্ঠিত

আর্কাইভ