‘তুই শুধু আমার’ ছবির জন্য লন্ডন যাচ্ছেন মাহি

প্রথম পাতা » ফটোগ্যালারী » ‘তুই শুধু আমার’ ছবির জন্য লন্ডন যাচ্ছেন মাহি
শুক্রবার, ২ জুন ২০১৭



---

ভোলাবাণী: কিছুদিন আগে সিঁড়ি থেকে পা পিছলে পড়ে হাতের কনুই ও আঙুলে চোট পান চিত্রনায়িকা মাহিয়া মাহি। চিকিৎসা নেয়ার পর এখনও তিনি পুরোপুরি সুস্থ নন। এই অবস্থাতে নতুন ছবির শুটিংয়ে যুক্তরাজ্যে যেতে হচ্ছে তাকে। আজ রাতেই লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেবেন এই অগ্নিকন্যা।

মাহি জানান, ১৭ দিনের জন্য যুক্তরাজ্যে যেতে হচ্ছে। সেখানে ‘তুই শুধু আমার’ ছবির শুটিংয়ের কাজে যাচ্ছেন। এ ছবিতে তার চরিত্রের নাম পিয়া। ছবির কাহিনীতে তাকে একজন মডেল হিসেবে দেখা যাবে।

মাহি বর্তমানে কলকাতায় আছেন। সেখানে ছবির জন্য লুক টেস্ট করতে গিয়েছেন। সেখান থেকেই রাতের ফ্লাইটে উড়াল দেবেন যুক্তরাজ্যের উদ্দেশে। ঈদের আগে ঢাকায় ফিরবেন বলে জানানেল মাহি।

দেশটির কয়েকটি শহরে চিত্রায়িত হবে যৌথ প্রযোজনায় নির্মিত ‘তুই শুধু আমার’ ছবিটি। ছবিটি নির্মাণ করছেন কলকাতার জয়দীপ মুখার্জি ও বাংলাদেশের অনন্য মামুন। ছবিতে মাহির বিপরীতে অভিনয় করছেন কলকাতার দুই অভিনেতা সোহম, ওম এবং বাংলাদেশ থেকে আমান রেজা।

বাংলাদেশ থেকে অ্যাকশন-কাট এন্টারটেইনমেন্ট এবং কলকাতা থেকে ছবিটি প্রযোজনা করছে এসকে মুভিজ। আগামী ঈদুল আজহাকে টার্গেট করে ছবিটি নির্মাণ করা হচ্ছে বলে জানা গেছে। ‘তুই শুধু আমার’ সিনেমার প্রচার ও বিশ্বব্যাপী মুক্তির যাবতীয় কার্যক্রমের দায়িত্বে থাকবে লাইভ টেকনোলজিস।

এদিকে মাহি অভিনীত বেশকিছু ছবির কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। এর মধ্যে রয়েছে ‘ঢাকা অ্যাটাক’, ‘জান্নাত’, ‘পলকে পলকে তোমাকে চাই’, ‘হারজিৎ’, ‘পবিত্র ভালোবাসা’, ‘মনে রেখো’ ইত্যাদি। হাতে আছে আরও বেশ কিছু ছবির কাজ।

বাংলাদেশ সময়: ১৮:১১:৪৬   ৯৪০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ফটোগ্যালারী’র আরও খবর


প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
বিভাগীয় পর্যায়ে লোক ও উচ্চাঙ্গ নৃত্যে ভোলার মেয়ে অহনার ১ম স্থান অর্জন
রেজিলিয়েন্ট হোমস্টেট এন্ড লাইভলিহুড সাপোর্ট টুদ্যা ভারনালেবল কোস্টাল পিপল অব বাংলাদেশ শীর্ষক আলোচনায়ভোলায় দুর্যোগের সম্মুখিন হওয়া মানুষদের বাদ দিয়ে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: জেলা প্রশাসক
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমি প্রতিজ্ঞাবদ্ধ: মোহাম্মদ ইউনুস
উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ মনপুরায় শেষ দিনে ৯ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল ॥
ভোলায় লাশ গোসলের আধুনিক স্থাপনা গড়ে তোলা হবে: জেলা প্রশাসক
মনপুরায় দুর্যোগ বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত ॥
ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন

আর্কাইভ