বোরহানউদ্দিনে হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কমিটি গঠন

প্রথম পাতা » বোরহানউদ্দিন » বোরহানউদ্দিনে হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কমিটি গঠন
মঙ্গলবার, ৯ মে ২০১৭



---

বোরহানউদ্দিন প্রতিনিধি, ভোলাবাণী: ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বাষিক সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ মে) বিকালে ইউনিয়নের কালীরহাট বাজার সংলগ্ন শ্রীশ্রী রাধাঁ গোবিন্দ মন্দিরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন, শ্রী কুমুদ বেপারী।

সম্মেলনের উদ্বোধক এবং প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, জেলা হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক অবিনাশ নন্দী।

বক্তব্য রাখেন- জেলা হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা ও সাবেক পুজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল সাহা, সাবেক সাধারন সম্পাদক ও হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা শিবু কর্মকার, আহবায়ক কমিটির সদস্য মৃনাল দাস, নুপুর দে, সদর কমিটির সাংগঠনিক সম্পাদক সুজন কর্মকার, বোরহানউদ্দিন উপজেলা হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অনিল দাস, সম্পাদক রতন দেবনাথ, সহ সভাপতি তরুন দে, কাচিয়া ইউনিয়ন হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ঝন্টু দাস, প্রবল চন্দ্র দে, ঠাকুর চন্দ্র মিত্র, সুবল দেবনাথ, জুতি লাল দাস।

সম্মেলন চলাকালীন সময়ে কেন্দ্রীয় হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্পাদক রানা দাস গুপ্ত ভিডিও কনফারেন্সের মাধ্যমে হিন্দুদের শুভেচ্ছা জানিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। এ সময় হিন্দুরা কেন্দ্রীয় কমিটির এই নেতাকে অভিন্দন জানান।

পরে কাচিয়া ইউনিয়ন হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কমিটির গঠন করা হয়। এতে সুভাষ দাসকে সভাপতি, হরি চন্দ্রকে সাধারন সম্পাদক এবং ঝন্টু দাসকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সম্মেলনে ইউনিয়নের ৫শতাশিক হিন্দু অংশগ্রহন করে এবং জেলা কমিটিকে অভিনন্দন জানান। নতুন কমিটির সদস্যরা খুব দ্রুত অভিষেক অনুষ্ঠানের মধ্যদিয়ে হিন্দুদের কল্যান কাজ করার আশা প্রকাশ করেন।

এদিকে কাচিয়া ইউনিয়নের প্রথম বারের মত হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কমিটি গঠন করায় হিন্দুদের মধ্যে প্রান চাঞ্চল্য ফিরে আসে।

বাংলাদেশ সময়: ১৫:১১:২৭   ২৩৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বোরহানউদ্দিন’র আরও খবর


নিখোঁজের ৩ দিনপর পুকুরে মিললো বৃদ্ধের মরদেহ, পরিবারের দাবি হত্যা
কাচিয়া ইউনিয়নের ওয়ার্ড উপনির্বাচনে ১৩ প্রার্থী
ইলিশ মাছ রান্না না করায় বোরহানউদ্দিনে মাকে কুপিয়ে হত্যা করল ছেলে
বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ
বোরহানউদ্দিনে পরিত্যক্ত ৩শত কেজি চাল উদ্ধার
বোরহানউদ্দিনে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান ১০ হাজার টাকা জরিমানা
ভোলায় শ্রেষ্ঠ ওসি বোরহানউদ্দিন থানার শাহীন ফকির নির্বাচিত
বোরহানউদ্দিনে চাচার সঙ্গে বিদ্যুৎ সংযোগে মাছ ধরতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু
বোরহানউদ্দিনে সিগারেট খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১
শান্তি ও উন্নয়ন সমাবেশে মানুষের ঢল বোরহানউদ্দিনে এমপি মুকুলকে সংবর্ধনা

আর্কাইভ