ভোলাবাণী।।বোরহানউদ্দিন প্রতিনিধি।। ভোলায় নিখোঁজের ৩ দিনপর পুকুর থেকে মো. কালু নামের ষাটোর্ধ এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৩ এপ্রিল) দুপুরে বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজার সংলগ্ন পাটোয়ারী বাড়ির পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। বোরহানউদ্দিন থানার ওসি শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত কালু তজুমউদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ফকিরহাট গ্রামের মৃত ইসহাক মিয়ার ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন। গত ৩১ মার্চ বিকেল থেকে তিনি নিখোঁজ হোন।
পরিবারের বরাতে পুলিশ জানায়, মৃত কালু গত ৩১ মার্চ বিকেল থেকে নিখোঁজ হোন। নিখোঁজের পর থেকে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। নিখোঁজের ৩ দিনপর আজ দুপুরে একটি পুকুর থেকে তাঁর ভাসমান মরদেহ পাওয়া যায়।
পুলিশ আরও জানায়, মৃত কালুর লাশের শরীরে কিছু ক্ষত রয়েছে। সুরতহাল প্রতিবেদন অনুযায়ী এটি হত্যা মনে হলেও ময়নাতদন্তের রিপোর্ট ব্যীতত মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব না।
বাংলাদেশ সময়: ১৯:৫৩:৩৭ ১৫১ বার পঠিত | নিখোঁজমরদেহহত্যা