ভোলার কৃষকদের উৎপাদিত মুগডাল এখন জাপানে

প্রথম পাতা » বিশেষ প্রতিবেদন » ভোলার কৃষকদের উৎপাদিত মুগডাল এখন জাপানে
বৃহস্পতিবার, ৪ মে ২০১৭



---ছোটন সাহা, ভোলাবাণী:: টানা বর্ষন আর জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্থ হওয়ার পরও এ মৌসুমে ভোলায় কিছু জমিতে মুগ ডালের ফলন ভালো হয়েছে। কৃষকদের উৎপাদিত মুগডাল এখন দেশের গন্ডি ছাড়িয়ে চলে যাচ্ছে দেশের বাইরেও।

জাপানি রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘গ্রামীন ইউগ্লেনা’ মুগডাল কিনতে শুরু করেছে। এতে মহাখুশি জেলার কৃষকরা।

বুধবার (৩ মে) জেলার চরফ্যাশন উপজেলার প্রত্যন্ত শশীভুষন থেকে কৃষকদের কাছ থেকে উৎসবমুখর পরিবেশে রপ্তানী কারক প্রতিষ্ঠান মুগডাল সংগ্রহ করে। জাপানি নাগরিক গ্রামীন ইউগ্লেনার ম্যানেজার তমোইয়াসু এবানা এ মুগডাল সংগ্রহের উদ্ধোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন পিকেএসএফ এর ভ্যালু চেইন প্রজেক্ট ম্যানেজার মাসুম সরকার, গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, গ্রামীন জন উন্নয়ন সংস্থার সমন্বয়কারী মোঃ মোস্তফা কামাল, ভ্যালু চেইন ফেসিলিটেটর মোঃ আবু-বকর প্রমূখ।

জাপানে দেশীয় এসব মুগডাল অংকুরিত করার মাধ্যমে সালাদ হিসাবে ব্যাপক জনপ্রিয়।

উল্লেখ্য. আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) এর অর্থায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় গ্রামীন জন উন্নয়ন সংস্থা জেলায় মুগডাল উৎপাদন ও বাজারজাত করনের প্রকল্পে কাজ করে আসছে। এ প্রকল্পের মাধ্যমে ভোলা জেলা সদর, দৌলতখান, বোরহানউদ্দিন, লালমোহন ও চরফ্যাশন উপজেলায় প্রায় ৮হাজার কৃষক মুগডাল উৎপাদন করে। কৃষকদের উৎপাদিত এসব মুগডাল রপ্তানির উদ্যেশ্যে কৃষকদের কাছ থেকে ক্রয়ের লক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বোরহানউদ্দিন উপজেলার অহিদ সর্দার, সাইফুল্লাহ ও শশীভূষন এলাকার মোতাহার বলেন, প্রাকৃতিক দুর্যোগের মধ্যে মুগের ফলন ভালো হয়েছে। আমাদের মুগ দেশের বাইরে যাচ্ছে এটা আমাদের জন্য একটি ভালো সংবাদ। ভবিষ্যতে আমাদের মত অনেক কৃষক আরো বেশী মুগের চাষবাদে আগ্রহী হবে।

বাংলাদেশ সময়: ১০:৫১:৪৯   ২২৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশেষ প্রতিবেদন’র আরও খবর


দক্ষিণ আইচায় স্কুল ছাত্র নয়নের রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত লঞ্চ ভাসছে পানিতে
দেশে অর্ধেকের বেশি নারীর বাল্যবিয়ে হয়’
টাঙ্গাইল শাড়ি চিনবেন কীভাবে
ভোলায় চলছে জাটকা নিধন ॥ ইলিশের উৎপাদন নিয়ে শঙ্কা
ভোলায় শৈত্যপ্রবাহে হাঁড় কাঁপানো শীতে জনজীবন বিপন্ন
ভোলার বন্ধন হেলথ কেয়ার চালু করল অনলাইন নার্সিং হোম সার্ভিস
দুই গ্রুপের দ্বন্দ্বে স্কুল উধাওচরফ্যাশনে খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদান
পরিবারিক ভ্রমণের জন্য ৪ টিপস
তজুমদ্দিনে সরকারি নলকূপ অকেজো, গরমে তীব্রতায় পানি সংকট।
ভোলায় আরো ৫ কূপ খননের পরিকল্পনাদেশর ২৯তম গ্যাস ক্ষেত্রর মর্যাদা পেয়েছে ইলিশা-১ কূপ।

আর্কাইভ