মিজান নয়ন।।ভোলাবাণী।।চরফ্যাশন অফিস॥
অবৈধ ভাবে হাঙ্গর মাছ সুটকি করার সময় ৬ বস্তা হাঙ্গরের সুটকিসহ দুই ব্যাক্তিকে আটক করেছে বন বিভাগের কর্মকর্তারা।

মঙ্গলবার চরফ্যাশন রেঞ্জের অধীন ঘোষের হাট বিট এলাকার বকশি লঞ্চ ঘাট সংলগ্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মো.ইদ্রিস মিয়া ও মো. মোতালেব। চরফ্যাশন উপজেলা রেঞ্জ কর্মকর্তা মো. ছালাম হোসেন এতথ্য নিশ্চিত করেছেন।উপজেলা রেঞ্জ কর্মকর্তা মো. ছালাম হোসেন জানান, হাঙ্গর ধরা নিষিদ্ধ হলেও অভিযুক্তরা হাঙ্গর ধরে তা শুটকি করছেন গোপন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬বস্তা হাঙ্গরের শুটকিসহ তাদেরকে আটক করে চরফ্যাশন থানা হেফাজতে রাখা হয়েছে। বুধবার তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।
বাংলাদেশ সময়: ২২:৫৭:৩৭ ২২০ বার পঠিত | গ্রেফতারচরফ্যাশনহাঙ্গর মাছের শুটকি