ইলিশায় মেঘনা বাঁধের ব্লক ধসে নিহত ১, আহত-১০

প্রথম পাতা » প্রধান সংবাদ » ইলিশায় মেঘনা বাঁধের ব্লক ধসে নিহত ১, আহত-১০
মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩



স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী।। ভোলার ইলিশা পয়েন্টে সিসি ব্লক ধসে লাইজু (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। সোমবার (২ অক্টোবর) দুপুরে সিসি ব্লক ধসে নৌকা ডুবে গেলে এ প্রাণহানির ঘটনা ঘটে।

নিহত লাইজু

ভোলা সদরের ধনিয়া এলাকার মৃত সিরাজ বেপারির স্ত্রী। তিনি বাকপ্রতিবন্ধী বলে জানা গেছে। এছাড়া গুরুতর আহত মরিয়া (২) নামে এক শিশুকে ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।ব্লক পড়ে গিয়ে ৩ টিজেলে নৌকা ডুবে গেলেও সে ঘটনায় কতজন নিখোঁজ রয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের টিম উদ্ধার কাজ করছে।
স্থানীয় জানিয়েছে, বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ করেই মেঘনার প্রবল ¯্রােতে ইলিশার তালতলী ঘাট পয়েন্টে সিসি ব্লকে ধসে পড়ে। এতে নদীর তীরে থাকা বেশ কয়েকটি জেলে নৌকা ডুবে যায়। এ সময় কেউ কেউ সাঁতরে তীরে উঠতে পারলেও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। তবে তার সংখ্যা নিশ্চিত করতে বলতে পারছে না প্রশাসন। তবে এ দুর্ঘটনায় দুজন নিখোঁজ রয়েছে বলে দাবি স্থানীয়দের।

এদিকে উদ্ধার কাজে অংশ নিয়েছে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস। ভোলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. সুমন বলেন, আমরা উদ্ধার কাজে অংশ নিয়েছি, ডুবুরি দল উদ্ধার কাজ করবে।

ইলিশায় মেঘনা বাঁধের ব্লক ধসে নিহত ১, আহত-১০

এ ঘটনা পরিদর্শনে এসে নিখোঁজদের ব্যাপারে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
ভোলা সদর নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি এ ঘটনায় কেউ নিখোঁজ নেই।উল্লেখ্য, গত ২৫ দিন ধরে মেঘনার ইলিশা পয়েন্টে সিসি ব্লকে ধস নামে। এতে প্রায় ৩শ মিটার এলাকা বিলীন হয়ে গেছে। ভাঙন রোধে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে জিও ব্যাগ ডাম্পিং করছে পানি উন্নয়ন বোর্ড।

স্রোতের তীব্রতা বেশি থাকায় কোনোমতেই ভাঙন থামছে না। এতে আতঙ্কিত নদীর পাড়ের মানুষ।

বাংলাদেশ সময়: ৭:২৯:৪৫   ৮৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


চরফ্যাশনে পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
ভোলায় লাশ গোসলের আধুনিক স্থাপনা গড়ে তোলা হবে: জেলা প্রশাসক
ভোলায় বর্জপাতে কৃষকের মৃত্যু
ফিলিস্তিনে গণহত্যা প্রতিবাদে ভোলায় ছাত্রলীগের পতাকা উত্তোলন ও পদযাত্রা কর্মসূচি
মনপুরায় দুর্যোগ বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত ॥
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হচ্ছে
ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪রাজাপুরে উপজেলার চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেনের উঠান বৈঠক অনুষ্ঠিত
ভোলার গ্যাস উৎপাদন: বাড়তি খরচে কূপ খনন করতে চায় রাশিয়ার গাজপ্রম
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২৫

আর্কাইভ