মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩

ইলিশায় মেঘনা বাঁধের ব্লক ধসে নিহত ১, আহত-১০

প্রথম পাতা » প্রধান সংবাদ » ইলিশায় মেঘনা বাঁধের ব্লক ধসে নিহত ১, আহত-১০
মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩



স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী।। ভোলার ইলিশা পয়েন্টে সিসি ব্লক ধসে লাইজু (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। সোমবার (২ অক্টোবর) দুপুরে সিসি ব্লক ধসে নৌকা ডুবে গেলে এ প্রাণহানির ঘটনা ঘটে।

নিহত লাইজু

ভোলা সদরের ধনিয়া এলাকার মৃত সিরাজ বেপারির স্ত্রী। তিনি বাকপ্রতিবন্ধী বলে জানা গেছে। এছাড়া গুরুতর আহত মরিয়া (২) নামে এক শিশুকে ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।ব্লক পড়ে গিয়ে ৩ টিজেলে নৌকা ডুবে গেলেও সে ঘটনায় কতজন নিখোঁজ রয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের টিম উদ্ধার কাজ করছে।
স্থানীয় জানিয়েছে, বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ করেই মেঘনার প্রবল ¯্রােতে ইলিশার তালতলী ঘাট পয়েন্টে সিসি ব্লকে ধসে পড়ে। এতে নদীর তীরে থাকা বেশ কয়েকটি জেলে নৌকা ডুবে যায়। এ সময় কেউ কেউ সাঁতরে তীরে উঠতে পারলেও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। তবে তার সংখ্যা নিশ্চিত করতে বলতে পারছে না প্রশাসন। তবে এ দুর্ঘটনায় দুজন নিখোঁজ রয়েছে বলে দাবি স্থানীয়দের।

এদিকে উদ্ধার কাজে অংশ নিয়েছে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস। ভোলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. সুমন বলেন, আমরা উদ্ধার কাজে অংশ নিয়েছি, ডুবুরি দল উদ্ধার কাজ করবে।

ইলিশায় মেঘনা বাঁধের ব্লক ধসে নিহত ১, আহত-১০

এ ঘটনা পরিদর্শনে এসে নিখোঁজদের ব্যাপারে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
ভোলা সদর নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি এ ঘটনায় কেউ নিখোঁজ নেই।উল্লেখ্য, গত ২৫ দিন ধরে মেঘনার ইলিশা পয়েন্টে সিসি ব্লকে ধস নামে। এতে প্রায় ৩শ মিটার এলাকা বিলীন হয়ে গেছে। ভাঙন রোধে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে জিও ব্যাগ ডাম্পিং করছে পানি উন্নয়ন বোর্ড।

স্রোতের তীব্রতা বেশি থাকায় কোনোমতেই ভাঙন থামছে না। এতে আতঙ্কিত নদীর পাড়ের মানুষ।

বাংলাদেশ সময়: ৭:২৯:৪৫   ৮৯ বার পঠিত  |