ভোলাবাণী ডেক্স রিপোর্ট ॥
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোলা সমবায় ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জহুরুল ইসলাম নকিব। ভোলা সমবায় ব্যাংক লিমিটেড এর বিশেষ সাধারণ সভা ও নির্বাচন-২৩ আনুষ্ঠানিকভাবে ২৮ আগস্ট শনিবার ঘোষণা ও দায়িত্ব গ্রহণ করেছেন।

জেলা সমবায় ব্যাংক লিমিটেড ও সমবায় সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, নবনির্বাচিত কমিটির চেয়ারম্যান জহুরুল ইসলাম নকিব, জেলা সমবায় সহকারী নিবন্ধক মোঃ আব্দুল মতিন, কেন্দ্রীয় মৎস্য জীবিত সমিতির সভাপতি নূরুল ইসলাম মুন্সী, সিনিয়র আইনজীবী মোঃ নাসির উদ্দিন ও বর্তমান কমিটির সহ-সভাপতি মোঃ ইউসুফ ও সমবায় সমিতির সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, সমবায় ব্যাংক লিমিটেড এর নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম সুজন এবং উপজেলা সমবায় অফিসার মোঃ মিজানুর রহমান, এসএ টিভি ও নয়াদিগন্ত জেলা প্রতিনিধি এ্যাডঃ সাহাদাত শাহিন প্রমুখ।সাধারণ সভা শেষে নির্বাচন পরিচালনা কমিটির উপজেলা সমবায় অফিসার মোঃ মিজানুর রহমান আনুষ্ঠানিক নবনির্বাচিত কমিটির চেয়ারম্যান হিসেবে জহুরুল ইসলাম নকিবকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এবং অন্যান্য পরিচালকদের নাম ঘোষণা করেন। এরপর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির চেয়ারম্যান জহুরুল ইসলাম নকিবকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বাংলাদেশ সময়: ১৭:৪৩:১৭ ৮০ বার পঠিত |