ভোলায় আধুনিকমানের নবনির্মিত বাজার উদ্ধোধন করলেন জেলা প্রশাসক

প্রথম পাতা » ব্রেকিংনিউজ » ভোলায় আধুনিকমানের নবনির্মিত বাজার উদ্ধোধন করলেন জেলা প্রশাসক
মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩



ভোলাবাণী ডেক্স।।

ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেছেন, গ্রামীন জন উন্নয়ন সংস্থা অতি গুরুত্বপূর্ণ তুলাতুলি বাজারের যে উন্নয়ন করেছে তা অবশ্যই প্রশংসার দাবি রাখে। এ উন্নয়নের ধারা স্থানীয়দের নিয়ে অব্যাহত রাখতে পারলে আমাদের উদ্দেশ্য সফল হবে। বাজারের আশপাশের এলাকাগুলোকে আধুনিকভাবে গড়ে তোলা গেলে মেঘনাপাড়ে যে পর্যটন গড়ে উঠেছে তা আরো জনপ্রিয় হয়ে উঠবে। পর্যটকরাও প্রশান্তি উপভোগ করবে।

ভোলায়  আধুনিকমানের নবনির্মিত বাজার উদ্ধোধন করলেন জেলা প্রশাসক

সোমবার (২৮ আগস্ট) সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের নবনির্মিত তুলাতুলি বাজার উদ্ধোধন অনুষ্ঠানে তিনি এ কথাগুলো বলেন।আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) এর অর্থায়নে, পিকেএসএফ এর সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এর বাস্তবায়নাধীন পেইজ প্রকল্পের ‘ভৌত অবকাঠামো উন্নয়নের মাধ্যমে অংশগ্রহণমূলক স্বাস্থ্যসম্মত বাজার ব্যবস্থা শক্তিশালীকরণ শীর্ষক ভ্যালুচেইন উন্নয়ন উপ-প্রকল্পের আওতায় প্রায় ২ কােটি ১২ লাখ টাকা ব্যায়ে বাজারটির বিভিন্ন উন্নয়ন কাজ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সুধি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। সভাপতিত্ব করেন ধনিয়া ইউনিয়নের চেয়ারম্যান এমদাদ হোসেন কবির। সঞ্চালনায় ছিলেন গ্রামীন জন উন্নয়ন সংস্থার অতিরিক্ত পরিচালক হিসাব এন্ড অর্থ মোঃ মোস্তফা কামাল।

বাজারটিতে রয়েছে টোল সেড, ফুটপাত, হাত ধোয়ার স্থান, আরসিসি রাস্তা, পয়ঃনিষ্কাসন ব্যাবস্থা ড্রেন, বর্জ ব্যাবস্থাপনা সেড, গভীর নলকুপ ও ওয়াশ ব্লক। পর্যটনে বেষ্টিত এ বাজারটি নির্মাণের ফলে পর্যটকদের জন্য নানা সুবিধার দ্বার উন্মোচিত হবে বলে মনে করছেন আয়োজকরা।

বাংলাদেশ সময়: ১৭:৩৮:৪৮   ৮৩ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ব্রেকিংনিউজ’র আরও খবর


বীজ পাইনি সার দিয়ে কি করবো ? চরফ্যাশনে কৃষকের প্রশ্ন
চরফ্যাশনে বিদ্যুৎ স্পৃস্টে শিশুর মৃত্যু
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা

আর্কাইভ