ভোলাবাণী স্পোর্টস ডেক্স।। লংকান প্রিমিয়ার লিগে (এলপিএল) সাকিব আল হাসানের দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে দলের জয়ে ব্যাট-বলে দারুণ পারফর্ম করেছিলেন বাংলাদেশি তারকা। কাল দ্বিতীয় ম্যাচেও উজ্জ্বল সাকিব। দল যখন রানের গতি বাড়াতে হাঁসফাঁস করছিল সাকিব ক্রিজে নেমে রানের গতি বাড়িয়েছেন। পরে বল হাতেও দুর্দান্ত বোলিং করেছেন।
সাকিবের উজ্জ্বল দিনে বি-লাভ ক্যান্ডির বিপক্ষে ৮৩ রানে জিতেছে তার দল গল টাইটানস। আগে ব্যাটিং করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮০ রান তুলেছিল গল। পরে ১৭.১ ওভারে ৯৭ রানেই গুটিয়ে গেছে ক্যান্ডি।আগে ব্যাটিংয়ে নামা গল ৯.২ ওভারে ৬০ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে। রানের গতি বাড়ানো দরকার ছিল। তারপরই টিম সাইফার্টের সঙ্গে সাকিবের ৫২ বলে ৯৫ রানের দুর্দান্ত একটা জুটি। মেইন কাজটা করেছেন টিম সাইফার্ট। তবে সাকিব যোগ্য সঙ্গ দিলেন বলেই ঝড় তুলতে পেরেছিলেন সেইফার্ট।
বিজ্ঞাপন
দুর্ভাগ্যবশত রান আউট হওয়ার আগে দুই ছক্কায় ২১ বলে ৩০ রান করেছেন সাকিব। সেইফার্ট ৩৯ বলে ৫টি চার, ৫টি ছক্কায় ৭৪ রান করেন।
পরে জবাব দিতে নেমে শুরু থেকেই ধুঁকেছে ক্যান্ডি। ৫ ওভারের মধ্যে ২৬ রানে ৪ উইকেট হারিয়ে শুরুতেই খেই হারিয়ে ফেলে দলটি। সাকিব তারপর বোলিংয়ে এসে প্রথম বলেই উইকেট তুলে নেন। নিজের তৃতীয় ওভারে দুর্দান্ত এক আর্ম বলে পাকিস্তানের আমের জামালকে বোল্ড করে দ্বিতীয় উইকেট তুলে নেন সাকিব।
বিজ্ঞাপন
প্রতিপক্ষ অলআউট হয়ে যাওয়ায় চতুর্থ ওভারে বোলিংয়ের সুযোগ আর মিলেনি। সব মিলিয়ে ৩ ওভার বোলিং করে মাত্র ১০ রান খরচায় দুই উইকেট তুলে নিয়েছেন সাকিব।
বাংলাদেশ সময়: ১২:৪৪:১৫ ১৩২ বার পঠিত | এলপিএলক্রিকেটসাকিব আল হাসান