লংকান প্রিমিয়ার লিগে সাকিব দাপট চলছেই

প্রথম পাতা » ক্রিকেট » লংকান প্রিমিয়ার লিগে সাকিব দাপট চলছেই
বুধবার, ২ আগস্ট ২০২৩



ভোলাবাণী স্পোর্টস ডেক্স।। লংকান প্রিমিয়ার লিগে (এলপিএল) সাকিব আল হাসানের দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে দলের জয়ে ব্যাট-বলে দারুণ পারফর্ম করেছিলেন বাংলাদেশি তারকা। কাল দ্বিতীয় ম্যাচেও উজ্জ্বল সাকিব। দল যখন রানের গতি বাড়াতে হাঁসফাঁস করছিল সাকিব ক্রিজে নেমে রানের গতি বাড়িয়েছেন। পরে বল হাতেও দুর্দান্ত বোলিং করেছেন।

২১ বলে ৩০ রান করেছেন সাকিব

সাকিবের উজ্জ্বল দিনে বি-লাভ ক্যান্ডির বিপক্ষে ৮৩ রানে জিতেছে তার দল গল টাইটানস। আগে ব্যাটিং করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮০ রান তুলেছিল গল। পরে ১৭.১ ওভারে ৯৭ রানেই গুটিয়ে গেছে ক্যান্ডি।আগে ব্যাটিংয়ে নামা গল ৯.২ ওভারে ৬০ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে। রানের গতি বাড়ানো দরকার ছিল। তারপরই টিম সাইফার্টের সঙ্গে সাকিবের ৫২ বলে ৯৫ রানের দুর্দান্ত একটা জুটি। মেইন কাজটা করেছেন টিম সাইফার্ট। তবে সাকিব যোগ্য সঙ্গ দিলেন বলেই ঝড় তুলতে পেরেছিলেন সেইফার্ট।
বিজ্ঞাপন

দুর্ভাগ্যবশত রান আউট হওয়ার আগে দুই ছক্কায় ২১ বলে ৩০ রান করেছেন সাকিব। সেইফার্ট ৩৯ বলে ৫টি চার, ৫টি ছক্কায় ৭৪ রান করেন।

পরে জবাব দিতে নেমে শুরু থেকেই ধুঁকেছে ক্যান্ডি। ৫ ওভারের মধ্যে ২৬ রানে ৪ উইকেট হারিয়ে শুরুতেই খেই হারিয়ে ফেলে দলটি। সাকিব তারপর বোলিংয়ে এসে প্রথম বলেই উইকেট তুলে নেন। নিজের তৃতীয় ওভারে দুর্দান্ত এক আর্ম বলে পাকিস্তানের আমের জামালকে বোল্ড করে দ্বিতীয় উইকেট তুলে নেন সাকিব।
বিজ্ঞাপন

প্রতিপক্ষ অলআউট হয়ে যাওয়ায় চতুর্থ ওভারে বোলিংয়ের সুযোগ আর মিলেনি। সব মিলিয়ে ৩ ওভার বোলিং করে মাত্র ১০ রান খরচায় দুই উইকেট তুলে নিয়েছেন সাকিব।

বাংলাদেশ সময়: ১২:৪৪:১৫   ৭৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট সিরিজউইলিয়ামসনের সেঞ্চুরির পরও নড়বড়ে নিউজিল্যান্ড
বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ষষ্ঠবার বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
কোহলির পর শামির নৈপুণ্যে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারত
পাপন-সাকিবের পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
শ্রীলঙ্কাকে নিষিদ্ধ করল আইসিসি
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ডাবল সেঞ্চুরি, সেমিতে অস্ট্রেলিয়া
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩শ্রীলঙ্কাকে হারিয়ে সম্ভাবনা টিকে থাকলো বাংলাদেশের
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৪৩ রানের বিশাল জয় ভারতের
ক্রিকেট বিশ্বকাপনিউজিল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় দক্ষিণ আফ্রিকার
ক্রিকেট বিশ্বকাপইংল্যান্ডকে হারিয়ে অঘটন আফগানদের

আর্কাইভ