ভোলাবাণী স্পোর্টস ডেক্স।।বিস্ফোরক এক ম্যাচের জন্য প্রস্তুত ছিল মঞ্চ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম আসরের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ানসের প্রতিপক্ষ হওয়ার লড়াই রংপুর রাইডার্স আর ফরচুন বরিশালের। দলগত লড়াইয়ের ঝাঁজ বাড়িয়ে দিয়েছিল সাকিব আল হাসান আর তামিম ইকবালের দ্বৈরথ। অনেক উপকরণ মজুদ থাকলেও ম্যাচটা শেষ পর্যন্ত হয়েছে একপেশে, যেটা ৬ উইকেট আর ৯ বল হাতে রেখে অনায়াসেই জিতেছে ফরচুন বরিশাল।

রংপুরের উদ্বোধনী জুটিতে টানা ব্যর্থতার কারণেই বারবার পরিবর্তন হচ্ছে, প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে হারের পর সংবাদ সম্মেলনে বলেছিলেন শেখ মেহেদি হাসান। এজন্যই কি দ্বিতীয় কোয়ালিফায়ারে মেহেদিই ইনিংসের সূচনায়? সঙ্গে রনি তালুকদার, যার বিপিএলটাও কেটেছে ভুলে যাওয়ার মতোই। ২০২৩ সালের বিপিএলের পারফরম্যান্স দিয়েই প্রায় আট বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তন হয়েছিল রনির। এবারের বিপিএলের পর খুব সম্ভবত আরও একটা দীর্ঘ শীতঘুমই তার জন্য অপেক্ষা করছে। শ্রীলঙ্কা সিরিজের দলে জায়গা হয়নি, বিশ্বকাপ দলে থাকার সম্ভাবনাও ক্ষীণ। রনি করেছেন ৮ রান, মেহেদি ২ রান, সাকিব ১ রান। আগের ম্যাচের পর এবারের পাওয়ার প্লেতে রংপুর আরও খারাপ, প্রথম ছয় ওভারে ২৬ রান তুলতেই নেই ৩ উইকেট।রংপুর উইকেট হারাচ্ছিল নিয়মিত বিরতিতেই। ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান ১২ বলে করেছেন ৩ রান! জেমস নিশাম যখন ব্যাট করতে আসলেন তখন মোটে তৃতীয় ওভারের শুরু, এত ওপরে নিশাম শেষ কবে ব্যাট করেছেন সেটা নিঃসন্দেহে মনে করতে পারবেন না। ২২ বলে ২৮ রান করে বিদায় নিয়েছেন আগের ম্যাচে অপরাজিত ৯৭ করা নিশাম। জেমস ফুলারের বদান্যতায় জীবন পেলেও ইনিংসটা বড় করতে পারেননি নুরুল হাসান সোহান, ১৭ বলে ১৪ রান করে ফুলারের বলেই হয়েছেন বোল্ড। ৭৭ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা রংপুরের রানটা ১১০-১২০-এর বেশি হবে না, এ আলাপ যখন চলছে তখনই ৮ নম্বরে ব্যাট করতে নামলেন শামীম হোসেন পাটোয়ারী। আগের ম্যাচে ছিলেন ওপেনার, পরের ম্যাচে একেবারে লোয়ার অর্ডারে। সেই জেদেই বোধহয় প্রথম বলটাতেই মারলেন ছক্কা। ওবেড ম্যাককয়ের শেষ দুটো ওভারে চড়াও হয়ে শামীম লক্ষ্যটাকে পৌঁছে দেন ১৫০ রানে। নিজে করেছেন ২০ বলে হাফসেঞ্চুরি। ম্যাককয়ের করা ১৯তম ওভার থেকে শামীম নেন ২৬ রান। শেষ পর্যন্ত ২৪ বলে ৫৯ রানে অপরাজিত থাকা শামীমের কল্যাণেই রংপুরের রান ৭ উইকেটে ১৪৯।
রানতাড়ায় বরিশালের শুরু সাবধানী। মেহেদী হাসান মিরাজ এসেছিলেন তামিম ইকবালের সঙ্গে। টানা দুটো ওয়াইডে শুরু ফজল হক ফারুকির, প্রথম ওভারটা তাকে খেলেননি তামিম। তৃতীয় ওভারে তামিম খেলেছেন ফারুকির তিন বল, দুটো ডটের পর একটা সিঙ্গেল। তিন ওভার শেষে দলীয় রান ১৫, একটু রানের চাকা সচল করতে চাইলেন দুজনে আবু হায়দার রনির ওভার পেয়ে। ভুলটা সেখানেই হলো। রনির বলে নবির হাতে ক্যাচ দিলেন তামিম, এক বল পর এলবিডব্লিউ মিরাজ।
২২ রানে ২ উইকেট হারানোর পর বরিশালের ত্রাতা হয়ে এলেন মুশফিকুর রহিম। চতুর্থ ওভারের শেষ বলটায় মাঠে নেমেছিলেন, ম্যাচের শেষ বল পর্যন্ত ছিলেন মাঠে। ৩৮ বলে অপরাজিত ৪৭ রানের ইনিংসটা হয়তো খুব চোখ-ধাঁধানো নয়, তবে দলের জন্য খুবই কার্যকর। একপ্রান্ত আগলে রেখেছেন ভরসা হয়ে। অন্যপ্রান্তে চাপটা কমিয়ে দিয়ে গেছেন সৌম্য সরকার (১৮ বলে ২২) আর কাইল মায়ার্স (১৫ বলে ২৮)। শেষটা করেছেন ডেভিড মিলার। দুটি ম্যাচ খেলতেই বাংলাদেশে এসেছেন, নিয়েছেন ৩৫ হাজার ডলার। ১৮ বলে ২২ রানের ইনিংসে নিশ্চিত করেছেন জয়, সাকিবকে মিডউইকেট দিয়ে মারা ছক্কাটাই রংপুরকে বিদায় করে বরিশালকে ফাইনালের বন্দরে পৌঁছে দিয়েছেন ‘কিলার’ মিলার। গ্রুপ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রংপুর টানা দুই ম্যাচ হেরে খেলতে পারল না ফাইনালেই।
শুক্রবারের ফাইনালে ফরচুন বরিশালের দেখা হচ্ছে চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসের সঙ্গে, যাদের কাছে ২০২২ সালের বিপিএলে ১ রানে হেরে শিরোপাবঞ্চিত হয়েছিল দক্ষিণাঞ্চলের দলটি।
বাংলাদেশ সময়: ২৩:২৬:১০ ৯৮ বার পঠিত | তামিম ইকবালবিপিএলমুশফিকুর রহিমসাকিব আল হাসান